shono
Advertisement
Unforgettable Gifts

প্রিয় মানুষ কি ঘুরতে ভালোবাসেন? প্রেমের সপ্তাহে দিন এই ভ্রমণ উপযোগী উপহার

চটপট দেখে নিন আপনার ভাবনাতেও এই উপহার রয়েছে কি না।
Published By: Monishankar ChoudhuryPosted: 08:30 PM Feb 10, 2025Updated: 08:30 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার প্রিয় মানুষ কি সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন? সে পাহাড় হোক বা সমুদ্র, হাতে সময় পেলেই রওনা দেন অজানার উদ্দেশ্যে। এমন কোনও বন্ধু বা প্রিয়জন আপনার জীবনে থাকলেও তাঁকে দিতে পারেন দুর্দান্ত উপহার। সামনেই আবার ভ্যালেন্টাইনস ডে। তাই এই সুযোগে ভ্রমণের জন্য় উপযোগী গিফ্টই দিন তাঁকে। আসুন জেনে নেওয়া যাক ভ্রমণপিপাসু মানুষদের ঠিক কেমন উপহার পছন্দ। 

Advertisement

স্ক্র্য়াচ-অফ ওয়ার্ল্ড ম্য়াপ
যেকোনও ভ্রমণপিপাসুর জন্য় স্ক্র্য়াচ-অফ ওয়ার্ল্ড ম্য়াপ একটি দুর্দান্ত উপহার। তারা যে জায়গাগুলো যেতে চাইছে, সেই সমস্ত জায়গা আগে থেকেই ট্র্য়াক করা যাবে। ফলে তাদের একটা ধারণা তৈরি হয়ে যায় যে কোন কোন স্থান থেকে এগিয়ে যেতে হবে তাদের। এবং সেই সব স্থানে ভ্রমণ আরও সহজ হয়ে যায়। 

ভ্রমণ জার্নাল
ভ্রমণের সময় অজস্র অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই সমস্ত অভিজ্ঞতা, গল্প, পরিকল্পনার বিষয় রেকর্ড করে রাখার উত্তম উপায় হল ভ্রমণ জার্নাল। ডায়েরি আকারেও এটি লেখা হয়।

পোর্টেবল পাওয়ার ব্য়াঙ্ক
পোর্টেবল পাওয়ার ব্য়াঙ্ক যেকোনও পর্যটকের জন্য় একটি আদর্শ উপহার। ভ্রমণে গিয়ে অনেক সময়ই ইলেকট্রনিক্স ডিভাইস যেমন স্মার্টফোন, ট্য়াবলেট কিংবা ক্য়ামেরা চার্জ দিতে সমস্য়া হয়। সেক্ষেত্রে রাস্তায় যেতে যেতেই পোর্টেবল পাওয়ার ব্য়াঙ্ক দিয়ে সহজে চার্জ দিয়ে নেওয়া যাবে। এবং প্রিয়জনদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হবে না।

ট্রাভেল পিলো
দীর্ঘ সফরের সময় ট্রাভেল পিলো ভীষণ আরামদায়ক। এতে ঘাড়ে ব্য়থা হয় না। ক্লান্তি দূর করে, পিঠের ব্য়থাকেও ধারে ঘেঁষতে দেয় না। ট্রেন, ফ্লাইট বা রোড ট্রিপে প্রিয়জনের ক্লান্তি দূর করতে দিন এই সুন্দর উপহার।

ভ্রমণ থিমযুক্ত গয়না
ভ্রমণ থিমযুক্ত গয়না সম্পূর্ণ ইউনিক একটি উপহার। গলার নেকলেস থেকে কানের দুল বা হাতের ব্রেসলেট, যেকোনও একটি উপহার আপনার প্রিয়জনকে দিতেই পারেন। নিঃসন্দেহে বলা যায় আপনি আপনার প্রিয়জনের মন জয় করবেন।

ভ্রমণ অ্য়াডাপ্টার
ভ্রমণ অ্য়াডাপ্টার হল বিভিন্ন দেশের ইলেকট্রিক সকেটের সঙ্গে সংযোগ করার জন্য় ব্য়বহৃত এক ধরনের ডিভাইস। ফলে ভ্রমণে গিয়ে চার্জ দিতে কোনও অসুবিধায় পড়তে হয় না। প্রিয় মানুষকে একটি কমপ্য়াক্ট বা বহুমুখী অ্যাডাপ্টার উপহার দিন যাতে যেখানেই যান না কেন, যোগাযোগ রাখতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনেই ভ্যালেন্টাইনস ডে। তাই এমন কিছু উপহার দিন যাতে আপনার ভালোবাসার মানুষটি অনায়াসেই তা পছন্দ করে ফেলে।
  • পোর্টেবল পাওয়ার ব্য়াঙ্ক দিয়ে সহজেই চার্জ দিয়ে দিতে পারবে। এবং প্রিয়জনদের সঙ্গেও যোগাযোগ বজায় থাকবে।
  • ভ্রমণ থিমযুক্ত গয়না সম্পূর্ণ ইউনিক একটি উপহার। গলার নেকলেস থেকে কানের দুল বা হাতের ব্রেসলেট যেকোনও একটি উপহার আপনার প্রিয়জনকে দিতেই পারেন।
Advertisement