shono
Advertisement

টেনশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা, বরফ-কর্পূর জল খাওয়াবে তৃণমূল

পরীক্ষাকেন্দ্রে থাকবে পুরসভার জলের গাড়ি। The post টেনশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা, বরফ-কর্পূর জল খাওয়াবে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:03 AM Mar 12, 2018Updated: 01:31 PM Sep 12, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: না জানি কী প্রশ্ন এসেছে! না জানি কী উত্তর লিখছে ছেলেটা! না জানি কিছু লিখতে পারছে কি না মেয়েটা! মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের এই টেনশন, ভয়, রক্তের উচ্চচাপ স্বাভাবিক।

Advertisement

[নজিরবিহীন নজরদারিতে আজ থেকে শুরু মাধ্যমিক]

 উদ্বেগে বসে থাকা অভিভাবকদের এই দূরভাবনা কমাতে তাঁদের হাতে বরফ-কর্পূর মেশানো জলের গ্লাস তুলে দেবে তৃণমূল। সঙ্গে হালকা কিছু খাবার। আজ থেকে ২১ তারিখ পর্যন্ত পরীক্ষার সব ক’টা দিন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের জন্য থাকছে এই ব্যবস্থা। কলকাতা শুধু নয়, শহর লাগোয়া উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ প্রতিটি জেলায় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের এই নিজস্ব ব্যবস্থা নিয়ে তৈরি শাসকদল। দলের একাধিক নেতা পরীক্ষার্থীদের জন্য দলের তরফে এমনই নানা ব্যবস্থাপনার কথা জানিয়েছেন। উত্তর কলকাতা ও পূর্ব শহরতলির দুই গুরুত্বপূর্ণ বিধায়ক একযোগে জানিয়েছেন, “আসলে প্রশ্নপত্র তো পরীক্ষার্থীদের হাতে থাকে। তাদের টেনশন কিছুটা হলেও কমে। কিন্তু অভিভাবকদের সে সুযোগ নেই। তাদের মানসিক অস্থিরতা কাটাতে একটু তাঁদের পাশে দাঁড়ানো।”

তৃণমূলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর নজির এ রাজ্যে নতুন নয়। পড়ুয়াদের জন্য বিনামূল্যে অটোর ব্যবস্থা তো থাকছেই। থাকছে টোটোও। তবে অভিভাবকদের কথা ভেবে এবার থেকে এই বরফ-কপূর্র মেশানো জলের ব্যবস্থা একেবারেই নতুন। বরফ তো নয় জল ঠান্ডা করবে। কিন্তু কর্পূর কেন? “কর্পূর তো জল শোধন করে। ঘরোয়া এই টোটকায় জল পরিশ্রুত হবে। ঠান্ডা জল শোধন করে দেওয়া হবে। তাতে পেট ঠান্ডা হবে। মাথাও ঠান্ডা থাকবে।” বললেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কর্পূর-জলের ব্যবস্থা সর্বত্র না থাকলেও ঠান্ডা জল বা শরবতের মতো ব্যবস্থাও থাকছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি প্যান্ডেল খাটানো থাকবে। থাকবে বসে বিশ্রাম করার পর্যাপ্ত ব্যবস্থা। সঙ্গে রাখা থাকবে পুরসভার জলের গাড়ি। সেই জলই ‘হাতে-গরম’ শোধন করে তুলে দেবেন দলীয় কর্মীরা। গোটা ব্যবস্থা যাতে ঠিকমতো চলতে পারে, তার জন্য এলাকার বিধায়কদের নিজের এলাকায় থাকতে বলা হয়েছে।

[জমির জন্য চাপ, না দেওয়ায় প্রতিবেশীর দরজায় পাঁচিল তুলে ‘শিক্ষা’]

The post টেনশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা, বরফ-কর্পূর জল খাওয়াবে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement