সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশে! মদ্যপ অবস্থায় বাবা-মা ও দাদাকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তবে কী কারণে সে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তদন্ত নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে গাজিপুরের কুসুমহাইকাল গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মুন্সি বিন্দ (৪৫), তাঁর স্ত্রী দেবন্তী বিন্দ (৪০) ও তাঁদের বড় ছেলে রামাশীশ বিন্দ (২০)। এদিন মাঝরাতে মদ খেয়ে বাড়িতে ঢোকে ওই দম্পতির ছোট ছেলে। ধারালো ছুরি দিয়ে ৩ জনের গলা কেটে খুন করে বলে অভিযোগ। স্থানীয়দের থেকে খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৩ জনের গলাকাটা দেহ দেখতে পান। চারপাশ তখন রক্তে ভেসে গিয়েছে। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ঠিক কী কারণে এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। শুধুমাত্র মদের নেশায় বা বচসার জেরে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে তাকে এখনও ধরতে পারেনি পুলিশ। আশপাশের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ চলছে।