shono
Advertisement

বড় জয় মোদি সরকারের, বিরোধিতা উড়িয়ে রাজ্যসভায় পাশ তিন তালাক বিল

দীর্ঘদিনের পুরুষশাসিত সমাজের বাঁধন কেটে বেরতে সক্ষম সংখ্যালঘু মহিলারা৷ The post বড় জয় মোদি সরকারের, বিরোধিতা উড়িয়ে রাজ্যসভায় পাশ তিন তালাক বিল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Jul 30, 2019Updated: 07:09 PM Jul 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের প্রথম বড় জয়৷ দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল৷ ৯৯-৮৪ ভোটে সংসদের উচ্চকক্ষে পাশ হয়ে গেল বিলটি৷ দীর্ঘকাল পুরুষশাসিত সমাজের বাঁধন ছেড়ে এবার মুক্তির হাওয়া উপভোগ করতে চলেছেন সংখ্যালঘু মহিলারা৷

Advertisement

[আরও পড়ুন:মুখ্যমন্ত্রী হয়েই ‘টিপু জয়ন্তী’ বন্ধের নির্দেশ ইয়েদুরাপ্পার, নিন্দায় সরব বিরোধীরা]

লড়াই ছিল দীর্ঘ, কঠিনও৷ তিন তালাক উচ্চারণের মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করার অধিকার ছিল মুসলিম সমাজের পুরুষদের একচেটিয়া অধিকার৷ তার বিরোধিতায় আন্দোলনে নামেন একদল সংখ্যালঘু নারী৷ তাঁদেরই তৎপরতায় বিচার্য বিষয় হয়ে দাঁড়ায়, তিন তালাক প্রক্রিয়াকে অপরাধ বলে গণ্য করা৷ নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন প্রথম এনডিএ-তে এনিয়ে দীর্ঘ তর্কবিতর্ক, সমর্থন-বিরোধিতা চলে৷ বারবার বিলটি পাশের দোরগোড়ায় গিয়েও ফিরে আসে৷ তবে মোদি সরকার বরাবরই সংখ্যালঘু মহিলাদের সুরক্ষা দিতে তৎপর ছিল৷ 

দ্বিতীয় মোদি সরকারের কাছে তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ করানো ছিল কঠিন পরীক্ষা৷ ১৯ মাসের নিরলস পরিশ্রমে  লোকসভায় সসম্মানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যসভাতেও সফল৷ মঙ্গলবার ভোটাভুটিতে পাশ হয়ে গেল মুসলিম নারীদের অধিকার সুরক্ষা সংক্রান্ত এই বিলটি৷ যদিও এদিন বিল পাশের বিরোধিতায় যথারীতি সরব ছিল বিরোধী কয়েকটি দল৷ ভোটদানে বিরত ছিল বিএসপি, টিআরএস৷ অনুপস্থিত ছিলেন ওয়াইএসআর কংগ্রেস, এনসিপির বেশ কয়েকজন সাংসদ৷ নবীন পট্টনায়েকের বিজেডি কেন্দ্রকে এই ইস্যুতে পুরোপুরি সমর্থন করেছে৷ যদিও রাজ্যসভায় এনডিএ-র প্রধান শরিক বিজেপি সংখ্যাগরিষ্ঠ না হওয়ায়  এখানে বিলটি পাশ হওয়া যথেষ্ট কঠিন ছিল৷ তবে দিনের শুরু থেকে বিরোধীদের দফায় দফায় ওয়াকআউটই সরকার পক্ষের কাজ কিছুটা সহজ করে দেয় বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ৷

মোদি সরকারের আরও বড় সাফল্য এই যে, ভোটের বিচারে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব আটকে যায়৷ সরাসরিই বিলটি পাশ হয়ে যায় রাজ্যসভায়৷ এবার রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইন হওয়ার অপেক্ষায়৷ আর তা হয়ে গেলে শুধুমাত্র মুখে উচ্চারিত ‘তালাক’ শব্দে বিবাহবিচ্ছেদ তো নয়ই, এমনকী এই পথে হাঁটলে ফৌজদারি অপরাধী হিসেবে গণ্য করে বিচার হবে তাঁদের৷ বড়সড় সাজার মুখে পড়বেন মুসলিম পুরুষরা৷ খবর শুনে খুশির হাওয়া সংখ্যালঘু মহিলা মহলে৷ 

[আরও পড়ুন: বেকার সমস্যা মেটাতে ৫ বছর আগে তৈরি হয়েছিল মন্ত্রক, এখনও জোটেনি স্থায়ী অফিস!]

The post বড় জয় মোদি সরকারের, বিরোধিতা উড়িয়ে রাজ্যসভায় পাশ তিন তালাক বিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement