shono
Advertisement

বিপ্লবের পড়াশোনা অর্থহীন! লিখেও বদলে ফেলল উইকিপিডিয়া

বিপ্লবের মন্তব্যের সমর্থনে প্রমাণ দাখিল নেটিজেনদের, থাকল নমুনা৷ The post বিপ্লবের পড়াশোনা অর্থহীন! লিখেও বদলে ফেলল উইকিপিডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 12:34 PM Apr 20, 2018Updated: 05:30 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট৷ নইলে সঞ্জয় অমন করে যুদ্ধের ধারাবিবরণী দিলেন কী করে! আর যাঁরা এ কথা স্বীকার করতে চান না, তাঁরা আসলে নিজেদের দেশকেই ছোট করেন৷ সাফ কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের৷ যা শুনে গোটা দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ়৷ আর তারপরই কিছুক্ষণের জন্য বদলে গেল তাঁর উইকিপিডিয়ার পরিচয় পত্র৷ প্রথম জীবনে পড়াশোনার বিবরণ দিতে গিয়ে লেখা হল, যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর তাঁর পড়াশোনার আর কোনও দামই থাকে না৷ যদিও পরে তা বদলে দেওয়া হয়৷

Advertisement

[  তত্ত্ব না থাকলে দিব্যদৃষ্টি সম্ভব নয়, বিপ্লবের পাশেই ত্রিপুরার রাজ্যপাল ]

সংঘ পরিবারের সদস্যদের মুখে বারবারই এ ধরনের কথা শোনা যায়৷ গোমূত্রে ক্যানসার সারা থেকে শুরু করে গণেশ প্লাস্টিক সার্জারির উদাহরণ-এরকম ভূরি ভূরি মতের নমুনা অতীতে মিলেছে৷ তারই সাম্প্রতিক সংযোজন বিপ্লব দেবের কথা৷ বিপ্লব শুধু বলেই ক্ষান্ত হননি, নিজের বক্তব্যে অনড়ও থেকেছেন৷ তারপর বেশ কিছুক্ষণের জন্য বদলে যায় তাঁর উইকিপিডিয়ার পরিচয়পত্র৷ প্রথম জীবনের বিবরণ দেওয়া থাকে ‘আর্লি লাইফ’ অংশে৷ সেখানেই লেখা ছিল, বিপ্লবের পড়াশোনা অর্থহীন৷ যেহেতু তিনি দাবি করেছেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল৷

যদিও এখন আর তা দেখা যাচ্ছে না৷ বদলে ওই জায়গায় ৬ নম্বর রেফারেন্সটি যোগ করা হয়েছে৷ সেখানে দেওয়া আছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, যেখানে বিপ্লবের এই মন্তব্যের বিস্তারিত বিবরণ আছে৷

এদিকে বিপ্লবের এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় খোরাক চলছেই৷ কারও কারও প্রশ্ন, মহাভারতের যুগে ইন্টারনেট ছিল তাহলে চক্রব্যুহ থেকে বেরনোর উপায় নেটে সার্চ করলেন না কেন অভিমন্যু?

আবার কেউ কেউ এই ছবি দেখিয়ে বলছেন মহাভারতের যুগে ওয়াইফাই ছিল৷


ঘুরছে এ ছবিও৷ এ নাকি মহাভারতের যুগের পেনড্রাইভ!

আর এটিই নাকি মহাভারতের আমলের সিডি!

The post বিপ্লবের পড়াশোনা অর্থহীন! লিখেও বদলে ফেলল উইকিপিডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার