shono
Advertisement

‘দলবিরোধী কাজ করছেন সুদীপ রায় বর্মন’, কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি

সুদীপ বর্মনের পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব।
Posted: 10:12 PM Nov 23, 2021Updated: 10:12 PM Nov 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বিঁধলেন স্বদলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন। তৃণমূলের সুরে সুর মিলিয়ে সে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। সুদীপ রায় বর্মনের অভিযোগ, “শাসকদলের দুর্বৃত্তরা বিরোধীদের প্রচার করতে দিচ্ছে না।” তবে তিনি নিজেকে এখনও বিজেপির কার্যকর্তা বলে দাবি করেছেন। তবে তাঁর এধরনের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে তেমনটাই খবর। তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে খবর। 

Advertisement

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি নেতা সুদীপ রায় বর্মন। বলেন, “রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট করতে হবে। রাজ্যে আগে উৎসবের মেজাজে ভোট হত। এখন সেই পরিবেশ নেই।” বিপ্লব দেবের নাম না করে ‘উড়ে আসা নেতা’ বলেও কটাক্ষ করেন সুদীপ। 

[আরও পড়ুন: ‘দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব’, দিল্লিতে তৃণমূলে যোগদানের পর বললেন কীর্তি আজাদ]

পালটা ত্রিপুরা বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর পালটা অভিযোগ, “দলে থেকে দল বিরোধী কাজ করছেন সুদীপ রায় বর্মন। নির্বাচন কমিটিতে রাখা হলেও একটি বৈঠকেও আসেননি তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন।” এদিকে সুদীপ বর্মনের পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “সুদীপ রায় বর্মন সত্যি কথায় বলেছেন। রাজ্যের বাস্তব চিত্র তুলে ধরেছেন।”

রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন সুদীপ রায় বর্মন। পরে অবশ্য ফেসবুকে পোস্ট করে বিজেপির প্রতিই আস্থা প্রকাশ করেছেন তিনি। তবে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই সুদীপ রায় বর্মনের তৃণমূলে ফেরার জল্পনা বেড়েছে। 

[আরও পড়ুন: ‘দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব’, দিল্লিতে তৃণমূলে যোগদানের পর বললেন কীর্তি আজাদ]

বঙ্গজয়ের পরই ত্রিপুরার দখলের উদ্দেশ্যে ঝাঁপিয়েছে তৃণমূল। সেই লড়াইয়ের সেনাপতির দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। তার পর থেকেই ত্রিপুরার বিজেপিতে ভাঙন শুরু হয়েছে বলে দাবি তৃণমূলের। দলীয় কর্মীরা অনেকেই গেরুয়া শিবির ছেড়েছে বলে খবর সামনে এসেছে। এবার কি তবে ‘তুরুপের তাস’ সুদীপ রায় বর্মনের পালা? জোরালো হচ্ছে জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement