shono
Advertisement

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল কংগ্রেস, নবগঠিত কমিটির বৈঠকে ইঙ্গিত অভিষেকের

পুরভোট দিয়েই ত্রিপুরার রাজনীতিতে মাটি শক্ত করতে চায় তৃণমূল।
Posted: 09:08 PM Oct 08, 2021Updated: 09:08 PM Oct 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় আসন্ন পুরনির্বাচনে লড়তে পারে তৃণমূল কংগ্রেস (TMC)। অন্তত এমনটাই ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দলের নবগঠিত স্টিয়ারিং কমিটির সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই পুরভোটে লড়ার ইঙ্গিত দেন তিনি।

Advertisement

চলতি বছরের শেষেই আগরতলা-সহ ত্রিপুরার কয়েকটি স্থানীয় নির্বাচন হওয়ার কথা। রাজ্যে নতুন করে সংগঠন গড়ে তোলার পর এই পুরনির্বাচন দিয়েই ত্রিপুরার নির্বাচনী রাজনীতিতে পা রাখতে চান অভিষেক। শুক্রবার ভারচুয়াল মাধ্যমে ত্রিপুরার নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকেই দলীয় সদস্যদের পুরভোটের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আসলে, যে কোনও এলাকায় বুথ স্তরে সংগঠন গড়ে তুলতে হলে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া জরুরি। সেকারণেই ত্রিপুরায় ভোটের ময়দানে নামতে আগ্রহী অভিষেকরা।

[আরও পড়ুন: ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা গোষ্ঠী]

বাংলায় মাটি শক্ত করার পরই ত্রিপুরায় (Tripura) সংগঠন তৈরি করতে ঝাঁপিয়েছে তৃণমূল। সে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভকে হাতিয়ার করেছে ঘাসফুল শিবির। ঝাঁকে ঝাঁকে বিজেপি-সিপিএম কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই সেরাজ্যে নতুন আত্মবিশ্বাসে বলিয়ান ঘাসফুল শিবির। সেই আত্মবিশ্বাসে ভর করেই পুরভোটের ময়দানে পা রাখতে চায় তাঁরা।

[আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কার লখিমপুর সফর নিয়ে এবার কংগ্রেসকে ‘সতর্ক’ করলেন প্রশান্ত কিশোর]

প্রসঙ্গত, মহালয়ার দিনই তৃণমূলের তরফে ত্রিপুরার রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে রয়েছেন ১৯ সদস্য। স্টিয়ারিং কমিটির মাথায় রয়েছেন সুবল ভৌমিক। রাজ্য আহ্বায়কের পদে রয়েছেন তিনি। এছাড়াও কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, প্রকাশচন্দ্র দাস, আশিসলাল সিং, কৃষ্ণধন দাস, ড. দেবব্রত দেব রায়, আবদুল বাসিত খান, ত্রিদিব দত্ত, শম্পা দাস, কল্পমোহন ত্রিপুরা, মামন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানি সেনগুপ্ত. ইদ্রিস মিঞা, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস, মলিন জামাতিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement