shono
Advertisement

উত্তরপ্রদেশে গাড়ি-ট্রাক সংঘর্ষে মৃত ৭, আহত ৬

দিল্লি-লখনউ জাতীয় সড়কের মানসুরপুর বাইপাসে শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। The post উত্তরপ্রদেশে গাড়ি-ট্রাক সংঘর্ষে মৃত ৭, আহত ৬ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:58 PM May 12, 2017Updated: 07:28 AM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একটি ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। শুক্রবার একটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে রামপুরে মারা গেলেন সাত জন। মৃতেরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। এদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এছাড়া ঘটনায় আহত হয়েছেন আরও ছয়। দিল্লি-লখনউ জাতীয় সড়কের মানসুরপুর বাইপাসে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

[এবার পড়ুয়াদের মিড-ডে মিলে পাওয়া গেল সাপের মৃতদেহ]

জানা গিয়েছে, এদিন একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন বিলাসপুরের বাসিন্দা গঙ্গারাম ও তাঁর পরিবার। কিন্তু পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাককে। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন রামপুরের পুলিশ সুপার কে কে চৌধুরি। তিনি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর স্থানীয়দের সহায়তায় মেরুটের জেলা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এরপরেই তাঁদের সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন বিজেপি নেতা বলদেব সিং অলাখ। তিনি জানান, ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে ঘটনার কথা জানান হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাসও দেন।

[সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, আহত ১ জওয়ান]

এদিকে জানা গিয়েছে, মনসুরপুরের যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে, সেটি খুবই দুর্ঘটনাপ্রবণ। ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে সন্দেহ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। এরপরেই সজোরে ধাক্কা মারে ট্রাকটিকে। মর্মান্তিক এই ঘটনার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[মোদির কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’, চিনা সাবমেরিন ঠাঁই পেল না লঙ্কায়]

The post উত্তরপ্রদেশে গাড়ি-ট্রাক সংঘর্ষে মৃত ৭, আহত ৬ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement