সুমন করাতি, হুগলি: যাত্রাদলের বাসের পিছন থেকে লরির ধাক্কা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশের গার্ডরেল ভেঙে নয়ানজুলিতে বাস। জখম ১২ জন কলাকুশলী। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা শ্রীরামপুর হাসপাতালে ভর্তি।
কলকাতার চিৎপুরের ‘নিউ দেবাঞ্জলি অপেরা’ যাত্রাদলের সদস্যরা বুধবার রাতে বর্ধমানের খণ্ডঘোষে অনুষ্ঠান করেন। যাত্রা শেষে ফিরছিলেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায় যাত্রা করতে যাচ্ছিলেন। যাত্রাদলের সদস্যরা শৌচকার্য সারবেন বলে সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেরি গ্রামের কাছে বাসটি দাঁড় করানো হয়। আর ঠিক সেই সময় বিপত্তি। দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা মারে লরি। গার্ডরেল ভেঙে নয়ানজুলিতে পড়ে বাসটি।
[আরও পড়ুন: কোলে বসিয়ে মোবাইল চার্জ, বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ]
দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রাদলের অভিনেত্রী কৃষ্ণা মিশ্র জানান, “বাসের ভেতরে আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎই একটা ধাক্কা। ঘুম ভেঙে যায়। দেখি পিছনের সবাই আমার ঘাড়ের উপর উঠে পড়েছে। সবাই চিৎকার করছেন। আমি তা দেখে কেঁদে ফেলি।”
আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। দুর্ঘটনার খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাসে থাকা সকলকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১২ জন জখম হন। সকলকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শ্রীরামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর পলাতক লরিচালক। তার খোঁজ পাওয়া যায়নি।
দেখুন ভিডিও: