shono
Advertisement

অল্প বয়সে মুখে বলিরেখা? কলা-কফির ফেসপ্যাকে ত্বক হবে টান টান

ত্বকের জেল্লা ফেরাতও কাজ করবে এই ফেসপ্যাক।
Posted: 05:03 PM Jan 18, 2024Updated: 05:03 PM Jan 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কফি এবং কলা, এই দুই উপাদান কিন্তু ত্বকের জন্য খুব উপকারি। বিশেষজ্ঞরা বলছেন, কফি (Coffee) ত্বকে বলিরেখা পড়তে দেয় না। আর কলা ত্বক করে উজ্জ্বল এবং মসৃণ! আর এই দুই উপাদান যখন মিলে যায়, তখন ম্যাজিক তৈরি হয়।

Advertisement

১) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।

২) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

৩) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।

[আরও পড়ুন: মাত্র ৫ মিনিটেই ঝকঝকে হবে ত্বক, ট্রাই করুন কফি ও কলার ফেসপ্যাক]

৪) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

[আরও পড়ুন: অ্যালোভেরা-ভিটামিন E ফেসপ্যাকে ফিরবে জেল্লা, পাঁচমিনিটেই ঝকঝকে ত্বক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement