সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার প্রকাশ্যে এল ভারতীয় দলের নতুন জার্সি। যে জার্সির রং নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই রং চড়েছে। মহম্মদ শামি থেকে যুজবেন্দ্র চাহাল, প্রত্যেকেই নয়া জার্সি গায়ে চাপিয়ে ফটোশুটও করে ফেলেছেন। আর তারপর থেকেই নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
ফুটবলের মতো ক্রিকেটেও এবার হোম-অ্যাওয়ে নিয়ম মেনে নতুন জার্সি পরতে চলেছেন বিরাট কোহলিরা। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁরা পরবেন কমলা রঙের জার্সি। কেন? কারণ প্রায় একই রঙের জার্সি ইংল্যান্ডের। হোম টিমের অ্যাডভান্টেজ পাবেন মর্গ্যানরা। ১৯৯২ বিশ্বকাপে যে জার্সি পরে ইংল্যান্ড খেলেছিল, তেমনই দেখতে তাদের এবারের জার্সি। দুই দলকে যাতে সহজেই আলাদা করা যায়, সেই জন্যই অন্য রঙের জার্সি গায়ে চাপাতে হবে ধোনি-কোহলিদের। তবে পুরো গেরুয়া নয়। জার্সির সামনেটা গাঢ় নীল। স্লিভস এবং পিছনের দিকটা কমলা রংয়ের। আর জার্সির লুক ফাঁস হওয়ার পর থেকেই এতে লেগেছে রাজনীতির রং। সমাজবাদী পার্টির নেতা আবু আজমি অভিযোগ তুলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশকে গেরুয়া রঙে মুড়ে দিতে চাইছেন। আর সেই কারণেই বিশ্বকাপে ভারতের জার্সির রং বদল হচ্ছে। তাঁর মন্তব্যের পালটা দিয়ে শিব সেনা নেতা গুলাব রাও পাটিল বলেছিলেন, ভারতীয় দলের জার্সি নিয়ে অকারণ রাজনীতি করা হচ্ছে।
[আরও পড়ুন: কোপার শেষ চারে মেসিদের প্রতিপক্ষ ব্রাজিল, পেনাল্টি শুটআউটে জয়ী চিলি]
রাজনৈতিক তরজার মধ্যেই নতুন জার্সি নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন নেটদুনিয়ার ক্রিকেটপ্রেমীরাও। অনেকেই মতে, এই জার্সির পিছনে ক্রিকেটারের নামের পরিবর্তে ‘জয় শ্রীরাম’ লেখা থাকলে বেশি মানাত। আবার অনেকে, জার্সির পিছনে ‘মন্দির ওহি বনায়েঙ্গে’ লিখেও ছবি পোস্ট করেছেন। কয়েকজনের মতে, এবার ভারতীয় দলের ক্রিকেটাররা পরিচিতি পাবেন যোগী রোহিত, যোগী বিরাট, যোগী বুমরাহ, যোগী ধোনি, যোগী শামি নামে। নেটিজেনদের একাংশ আবার মজা করে লিখেছেন, খাবার ডেলিভারি সংস্থা সুইগি-কে এই জার্সির জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তাদের থেকে অনুপ্রেরণা পেয়েই এমন জার্সি বানানো হয়েছে। সবমিলিয়ে, এজবাস্টনের মাঠে বল গড়ানোর আগেই আলোচনার শীর্ষে কোহলিদের জার্সি। আপনার কেমন লাগল টিম ইন্ডিয়ার নতুন জার্সিটি?
[আরও পড়ুন: বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছেন কে এল রাহুল! দেখুন তো চেনেন কি না]
The post কোহলিদের নয়া গেরুয়া জার্সির পিছনে লেখা ‘জয় শ্রীরাম’! ব্যাপারটা কী? appeared first on Sangbad Pratidin.