সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের মসজিদ প্রাঙ্গনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে দুই যুবককে সোমবার গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মুসলিমদের প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণা কানাড়া জেলায়। পুলিশ সূত্রে খবর, সেখানকার মারধলা বদরিয়া জামা মসজিদে রবিবার রাত ১১টা নাগাদ দুই যুবক প্রবেশ করে। মসজিদ প্রাঙ্গনে দাঁড়িয়ে তারা জয় শ্রীরাম ধ্বনি তোলে। মসজিদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের গ্রেপ্তার করে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের নাম শচীন রাই ও কিরথান পূজারী। দুজনেই কাইকম্বা গ্রামের বাসিন্দা।
[আরও পড়ুন: কাবেরী জলবন্টন নিয়ে চড়ছে পারদ, বনধে স্তব্ধ বেঙ্গালুরু]
এই বিষয়ে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্তরা মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেয়। এমনকী মুসলিমদের প্রাণনাশের হুমকিও দেয় তারা। মসজিদের মৌলবি ও প্রধান সেসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন। তাঁরা ওই যুবকদের মসজিদে প্রবেশ করতে দেখেন। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়।” এনিয়ে ওই মসজিদ কমিটির সদস্য মহম্মদ ফয়জল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই এলাকায় হিন্দু-মুসলিমদের মধ্যে যথেষ্ট সম্প্রীতি রয়েছে। দুই সম্প্রদায়ের সুসম্পর্ক ও সহাবস্থানের জন্য এলাকাটি পরিচিত। অভিযুক্তরা যদি এই একতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তা বরদাস্ত করা হবে না বলেও জানান ফয়জল।
জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল না। এর আগে তাদের কোনও অপরাধের রেকর্ড নেই।