shono
Advertisement

এটিএম স্কিমিং জালিয়াতিতে দুই রোমানিয়ানকে ৬ মাসের কারাদণ্ড আদালতের

সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ৷ The post এটিএম স্কিমিং জালিয়াতিতে দুই রোমানিয়ানকে ৬ মাসের কারাদণ্ড আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Aug 03, 2019Updated: 05:06 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় এটিএম স্কিমিং জালিয়াতিতে অভিযুক্ত দুই রোমানিয়ানকে শনিবার দোষী সাব্যস্ত করল ব্যাংকশাল আদালত৷ শাস্তিস্বরূপ দোষীদের ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত৷ সঙ্গে দেওয়া হয়েছে ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ৷

Advertisement

[ আরও পড়ুন: কুকুরের ভয়, বেড়াতে এসে আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ খুদের ]

এই স্কিমিং জালিয়াতি নিয়ে গত বছরের শেষের দিক থেকে উত্তাল হয়ে ওঠে কলকাতা৷ স্কিমার ব্যবহার করে একের পর এক এটিএম থেকে গ্রাহকদের টাকা তুলে নিতে থাকে জালিয়াতরা৷ বৃদ্ধা থেকে শুরু করে মহিলা পুলিশকর্মী, অনেকেই এই জালিয়াতি চক্রের ফাঁদে পড়ে৷ এই ঘটনায় ২ রোমানিয়ানকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ৷

[ আরও পড়ুন: মায়ের চালচিত্র সাজবে দৃষ্টিহীনদের সৃষ্টিতে, অভিনব উদ্যোগ জয়রামপুর সর্বজনীনের ]

কীভাবে হত এই জালিয়াতি? পুলিশ জানিয়েছে, এটিএমে কোনও গ্রাহক ঢোকার আগেই জালিয়াতরা এটিএমের কি-বোর্ডে আঠা লাগিয়ে রাখত। এরপর কি-বোর্ড কাজ না করলে, তারাই গ্রাহকদের সাহায্য করতে এগিয়ে আসত। বলত, এটিএম কার্ডের সমস্যা রয়েছে। তাই তাঁরা কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপটি ঘষে ‘পরীক্ষা’ করে দেবে। এরপর চোখের অলক্ষ্যে কার্ডের তথ্য রেকর্ড করে নেয় অনলাইনে কেনা ‘এমএসআর’-এ। এবার গ্রাহক টাকা তুলতে গেলে আড়চোখে কার্ডের পিন নম্বর দেখে নিত জালিয়াতরা। স্কিমারের তথ্য ভরে ফেলত ক্লোনিং মেশিনে।

তারপর সেই এটিএম কার্ডের ক্লোন তৈরি করত তারা। সেই ‘ক্লোনড কার্ড’ দিয়েই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিত টাকা। এই ঘটনার বিরুদ্ধে বালিগঞ্জ থানা, আমহার্স্ট স্ট্রিট থানা ও রিজেন্ট পার্ক থানায় একের পর এক জালিয়াতির অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে পুলিশ৷ পাকড়াও হয় জালিয়াতরা৷ অবশেষে শনিবার তাদের সাজা শোনাল ব্যাংকশাল আদালত৷

The post এটিএম স্কিমিং জালিয়াতিতে দুই রোমানিয়ানকে ৬ মাসের কারাদণ্ড আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement