shono
Advertisement

একযাত্রায় পৃথক ফল, ঘরে ফিরেও দুই সহযাত্রীকে হারানোর বেদনায় স্তব্ধ রুদ্রপ্রসাদরা

শেরপাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন বাঙালি পর্বতারোহীরা৷ The post একযাত্রায় পৃথক ফল, ঘরে ফিরেও দুই সহযাত্রীকে হারানোর বেদনায় স্তব্ধ রুদ্রপ্রসাদরা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:43 PM May 21, 2019Updated: 12:55 PM May 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘায় বুধবারই পা রেখেছিলেন চার বাঙালি পর্বতারোহী৷ কিন্তু সৌন্দর্যের মাঝেও পরতে পরতে ঝুঁকি৷ সেই আশঙ্কার দোলাচল কাটিয়ে ক্লান্ত শরীরেই কোনওক্রমে বেস ক্যাম্পে ফিরে এসেছিলেন রুদ্রপ্রসাদ হালদার এবং রমেশ রায়৷ তবে পাহাড়ের কোলেই চিরঘুমে তলিয়ে গিয়েছেন বিপ্লব বৈদ্য এবং কুন্তল কাঁড়ার৷ সোমবার শহরে ফেরেন আরও দুই পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার এবং রমেশ রায়৷ সহযাত্রীর মৃত্যুতে শৃঙ্গ জয়ের আনন্দ ম্লান হয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন পর্বতারোহীদের৷

Advertisement

[ আরও পড়ুন: ঘাসফুল না পদ্ম, আগাম জানতে জ্যোতিষীতেই আস্থা রাজনীতিকদের]

সোমবার তখন কলকাতা বিমানবন্দরে মানুষের ভিড়৷ কারও হাতে মালা৷ কারও হাতে ফুলের তোড়া৷ চোখেমুখে হাসির ঝিলিক৷ আর হবে না-ই বা কেন৷ দুর্গম কাঞ্চনজঙ্ঘার শিকড় ছোঁয়া পর্বতারোহীদের যে এদিন শহরে ফেরার কথা৷ হাসিমুখে বিমানবন্দরের বাইরে বেরিয়ে এলেন রুদ্রপ্রসাদ হালদার এবং রমেশ রায়৷ আনন্দের সীমা নেই তাঁদের৷ শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা৷ বহুদিন পর আবারও পরিজনদের দেখে আনন্দেও যেন চোখে জল চলে আসার অবস্থা৷ বারবারই গলা বুজে আসছে দুই পর্বতারোহীর৷ মনে পড়ছে চিরঘুমের দেশে পাড়ি দেওয়া কুন্তল কাঁড়ার এবং বিপ্লব বৈদ্যর কথা৷ গলার কাছে বারবার যেন দলা পাকিয়ে উঠছে সহযাত্রীকে হারানোর যন্ত্রণা৷ সঙ্গীদের ফেলে রেখে শহরে ভাল রেখে মন ভাল নেই তাঁদের৷ শেরপাদের কাছ থেকে সঠিক সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেছেন রুদ্রপ্রসাদ হালদার৷

[ আরও পড়ুন:  ভোটের লাইনে দাঁড়ানো দেবের জামায় নজর, সেলাই নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা]

গত ৪ এপ্রিল কাঞ্চনজঙ্ঘার পথে রওনা দেন সোনারপুর আরোহী ক্লাবের বিপ্লব বৈদ্য, রুদ্রপ্রসাদ হালদার, হৃদয়পুরের বাসিন্দা এবং মাউন্টেন কোয়েস্ট ক্লাবের সদস্য রমেশ রায়, ইছাপুরের শেখ সাহাবুদ্দিন ও হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কুন্তল কাঁড়ার। তাঁদের সঙ্গে ছিলেন পূর্বা, মিংমা, দাওয়া তেম্বা, দাওয়া সিরিং এবং দাওয়া নামের পাঁচ জন দক্ষ শেরপা। ১০ মে ক‍্যাম্প-২ তে পৌঁছান পর্বতারোহীরা৷ তাঁরা ঠিক করেন ১১ মে বিশ্রাম নেবেন৷ তার পরের দিন ক‍্যাম্প-৩ পৌঁছে যাবেন বলে স্থির করেন। কিন্তু বাদ সাধল খারাপ আবহাওয়া৷ তাই সেদিন ক‍্যাম্প-২ তেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ১৩ মে ক‍্যাম্প-৩ এ পৌঁছান পর্বতারোহীরা৷ পরেরদিন ভোরে শুরু করেন ক্যাম্প ফোর অর্থাৎ সামিট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা। ১৪ মে বিকেলে শুরু হয় ‘ফাইনাল অ্যাটেম্পট’৷ বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পা রাখেন চার বাঙালি৷ পাহাড়চূড়া থেকে নামার পথে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় প্রাণ হারান কুন্তল এবং বিপ্লব৷ তুষার ক্ষতের জেরে কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা৷ সোমবার ফিরে এসেছেন শহরে৷  

The post একযাত্রায় পৃথক ফল, ঘরে ফিরেও দুই সহযাত্রীকে হারানোর বেদনায় স্তব্ধ রুদ্রপ্রসাদরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement