সংবাদ প্রতিদিন ব্যুরো: বিঘার পর বিঘা জমির পর এবার শাহজাহানের (Shahjahan Sheikh) দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পেল ইডি। এক ঘনিষ্ঠের গোডাউনের আড়াল করা হয়েছিল এই গাড়ি, এমনটাই খবর। এদিন শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বাড়িতে হানা দেয় ইডি।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। শাহজাহানকে জেরা করে তাঁর গতিবিধি বুঝতে চাইছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইডি আধিকারিকরা সরবেড়িয়ার একাধিক জায়গায় হানা দেয়। সরবেড়িয়ায় শাহজাহান ঘনিষ্ঠ মোসলেম শেখের বাড়িতে হানা দেয় ইডি। তাঁর গোডাউনেই মিলল শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি। জানা গিয়েছে, ওই গাড়িগুলো খোলার জন্য মেকানিক ডাকা হয় ইডির তরফে। লক ভেঙে গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হবে গাড়ি।
[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শিরোনামে শেখ শাহজাহান। সন্দেশখালির বাসিন্দারাই শাহজাহানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। প্রথম জীবনে ট্রেকার চালক শাহজাহানের এই উথ্থান স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। কীভাবে রাতারাতি এত সম্পত্তির মালিক হয়েছিলেন শাহজাহান, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবার নজরে বিলাসবহুল গাড়ি।