সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। রবিবার সামান্য কমলেও সোমবার ফের ৬ হাজারের কাছাকাছি পৌঁছল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতি সামাল দিতে ভারত আদৌ প্রস্তুত আছে কিনা, তা খতিয়ে দেখতে সোমবার থেকে দেশজুড়ে শুরু হল মক ড্রিল (Mock Drill)। দু’দিন ধরে চলবে করোনা পরিস্থিতি মোকাবিলার মহড়া। সরকারি ও বেসরকারি সমস্ত হাসপাতালকেই এই মক ড্রিলে অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৮৮০। রবিবারের তুলনায় দেশজুড়ে করোনা (Covid 19) রোগীর সংখ্যা বেড়েছে। দৈনিক পজিটিভিটি রেট প্রায় ৭ শতাংশ ছুঁয়ে ফেলেছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। ইতিমধ্যেই দেশের তিন রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ধরিয়ে দিয়েছিল লাদেনকে, এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়্যাডে সেই বেলজিয়ান ম্যালিনোস]
দেশজুড়ে করোনার দাপট বাড়তেই সতর্কতার পথে হাঁটতে চাইছে কেন্দ্র সরকার। গত সপ্তাহেই প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandvya)। সাফ জানিয়ে দেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর রাখতে হবে। করোনা আক্রান্তের খবর পেলেই সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে কোভিড বিধি পালনেও জোর দিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিলেন তিনি।
সেই বৈঠকের পরেই সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে মক ড্রিল শুরু হবে। মাণ্ডব্য নিজে হরিয়ানার এইমস হাসপাতালে মক ড্রিল দেখতে উপস্থিত থাকবেন। খুব তাড়াতাড়িই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। তবে দেশবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, কোভিডের মোকাবিলা করতে তৈরি দেশের হাসপাতালগুলি। সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের অনুমান, কোভিড ভাইরাসের নয়া সাব ভ্যারিয়েন্ট খুব বেশি বিপজ্জনক নয়।