shono
Advertisement

কুণাল ঘোষের তৎপরতায় কাটছে অন্ধকার, হলদিয়ার দুই গ্রামে বসছে বিদ্যুতের খুঁটি

বৃহস্পতিবার থেকে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়েছে সৌতনপুর, বিষ্ণুরামচক গ্রামে।
Posted: 04:11 PM Dec 15, 2022Updated: 04:13 PM Dec 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনর আগে দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) সেই মর্মে জেলাস্তরের নেতাদের কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর সেই নির্দেশ মেনেই এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তৎপরতায় হলদিয়ার (Haldia) বিদ্যুৎহীন দুই গ্রামে খুঁটি (Electricity Poll)বসার কাজ শুরু হল। শিগগিরই সেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশাবাদী গ্রামবাসীরা।

Advertisement

স্বাধীনতার পর থেকেই বিদ্যুৎহীন হলদিয়া পুরসভার অন্তর্গত দুই গ্রাম। কাঁথি সফরে গিয়ে জনসংযোগের সময় গ্রামে গিয়ে বাসিন্দাদের দুর্দশার কথা শুনে এসেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন তিনি। যেমন কথা, তেমন কাজ। আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। গ্রামে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট বিভাগের পদস্থ আধিকারিকদের দল। বিদ্যুতের তার টানার ক্ষেত্রে জমি সংক্রান্ত কোনও জটিলতা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়।

[আরও পড়ুন: ‘দায় আপনারও’, আসানসোল দুর্ঘটনায় বিচারপতি মান্থাকে বেনজির তোপ কুণালের]

এরপর কাজে আরও গতি আনা হয়। বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিদলের কাছ থেকে রিপোর্ট পেয়ে দ্রুত কাজে নামার নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার থেকে হলদিয়ার ২৭ নং ওয়ার্ডের বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রামে শুরু হল বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ। এদিন লরি করে খুঁটি আনা হয়েছে। তা বসানোর কাজও শুরু হয়েছে বলে খবর। কাজ ঠিকমতো এগোলে খুব দ্রুতই প্রথমবার বিদ্যুতের আলো দেখবে সৌতনপুর ও বিষ্ণুরামচক। কাটবে দীর্ঘ ৭৫ বছরের অন্ধকার। সেই আলোর দিকেই এখন তাকিয়ে দুই গ্রামের বাসিন্দারা।

[আরও পড়ুন: দিল্লিতে কিশোরীকে হামলার জন্য অ্যাসিড কেনা হয় অনলাইনে, সংস্থাকে নোটিস পাঠাল মহিলা কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার