সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভবন থেকে সরল ঔপনিবেশিকতার 'চিহ্ন'। বৃহস্পতিবার সেখানকার দুটি হলের নাম পালটে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দরবার হল এবং অশোক হল- এই দুই ভবনের নতুন নাম দেওয়া হল এদিন। রাষ্ট্রপতি ভবনের তরফে বলা হয়, ঔপনিবেশিক প্রভাব সরিয়ে ভারতীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) অন্দরে আলাদা আলাদা বেশ কয়েকটি হল রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হত হলগুলো। তার মধ্যে অন্যতম হল দরবার হল এবং অশোক হল। জানা গিয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো অনুষ্ঠানগুলো আয়োজিত হয় এই দরবার হলে। অন্যদিকে অশোক হল মূলত বলরুম। বৃহস্পতিবার নাম পালটে দেওয়া হল ওই দুই হলের। দরবার হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গণতন্ত্র মণ্ডপ। অন্যদিকে অশোক হলের নতুন নাম হয়েছে অশোক মণ্ডপ।
[আরও পড়ুন: ট্রাম্পের উপরে হামলায় শঙ্কিত কেন্দ্র, সব রাজ্যকে VVIP-দের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ]
দুই হলের নামবদল নিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "ভারতের প্রেসিডেন্টের বাসভবন, রাষ্ট্রপতি ভবন হল দেশের প্রতীক। দেশের সংস্কৃতির প্রতীক। আমজনতার আরও কাছের হয়ে উঠুক রাষ্ট্রপতি ভবন, আমরা সেই চেষ্টা চালাচ্ছি। রাষ্ট্রপতি ভবনের পরিবেশ যেন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরা থাকে, সেটাও নিশ্চিত করা হবে। সেই জন্যই রাষ্ট্রপতি (Draupadi Murmu) নিজেই দুই ভবনের নতুন নামকরণ করেছেন।
উল্লেখ্য, দরবার নামটি এসেছে ভারতীয় রাজা এবং ব্রিটিশ শাসকদের রাজসভা থেকে। স্বাধীন ভারতে দরবার প্রথার কোনও তাৎপর্য নেই বলেই দাবি রাষ্ট্রপতি ভবনের। অন্যদিকে, অশোক হলের নামের সঙ্গে মহামতি সম্রাটের নাম জড়িয়ে রয়েছে। কিন্তু 'হল' শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ শাসনের স্মৃতি। তাই ওই শব্দ সরিয়ে 'মণ্ডপ' হিসাবে নামকরণ করা হল ভবনের।