shono
Advertisement

Breaking News

ইস্তানবুলে বন্দুকবাজের হানায় মৃত ২ ভারতীয়

মৃত প্রাক্তন সাংসদের পুত্র... The post ইস্তানবুলে বন্দুকবাজের হানায় মৃত ২ ভারতীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 01:05 AM Jan 02, 2017Updated: 07:35 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্তানবুলে নাইটক্লাবে বন্দুকবাজের হানায় মৃত ৩৯ জনের মধ্যে দুজন ভারতীয়৷ রবিবার রাতে এ কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ইস্তানবুলে বন্দুকবাজের হামলায় মৃতদের মধ্যে যে দু’জন ভারতীয় রয়েছেন, তাঁদের মধ্যে একজন রাজ্যসভার প্রাক্তন সাংসদের পুত্র আবিস রিজভি৷ অন্যজন গুজরাটের বাসিন্দা খুশি সিনহা৷ সুষমার নির্দেশ পেয়েই বিদেশমন্ত্রকের বিশেষ প্রতিনিধি ইস্তানবুল রওনা হয়ে গিয়েছেন৷

Advertisement

ইংরাজি নতুন বছরকে স্বাগত জানাতে রবিবার বসফরাসের ওয়েটারওয়ের একটি নাইটক্লাবে বহু মানুষের জনসমাগম হয়৷ সেখানে উপস্থিত ছিলেন বহু বিদেশি নাগরকও৷ আচমকাই সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এলাপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বা একাধিক বন্দুকবাজ৷ রেইনা নাইটক্লাবে এদিনের হামলার পিছনে ইসলামিক স্টেট জঙ্গিদের হাত দেখছে প্রশাসন৷ ২০১৬-র জুলাইতে সেনা অভ্যুত্থানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তুরস্কে৷ রবিবারের হামলা আরও একবার তুরস্কের সেই ক্ষতকে উসকে দিল৷

(বর্ষবরণের উৎসবে বন্দুকবাজ সান্তা ক্লজের হামলা, রক্তাক্ত তুরস্ক)

The post ইস্তানবুলে বন্দুকবাজের হানায় মৃত ২ ভারতীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement