shono
Advertisement
Chinsurah

মানবিক! কুকুরের কামড়ে আহত চিল, উদ্ধার করে হাসপাতালে আনলেন ২ যুবক

দ্রুত চিকিৎসা পাওয়ার পর সুস্থ রয়েছে চিলটি।
Published By: Subhankar PatraPosted: 07:23 PM Jan 08, 2025Updated: 07:24 PM Jan 08, 2025

সুমন করাতি, হুগলি: ইঁদুর ধরতে এসে কুকুরের কামরে আহত হয় একটি চিল। ডানা ও শরীরে অন্য অংশে গুরুতর আঘাত লাগে তার। উড়তে না পেরে একটি মাঠেই পড়ে থাকে। দেখতে পেয়ে চিলটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে আসেন দুই যুবক। প্রাণে বেঁচেও যায় চিলটি। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া পেয়ারা বাগান মাঠ এলাকায়।

Advertisement

বুধবার দুপুরের দিকে পেয়ারা বাগান মাঠে বসেছিলেন দুই যুবক অর্ঘ্য দে ও অঞ্জন ঘোষ। তাঁদের সামনেই  ডানায় আঘাত লাগায় মাটিতে পড়ে একটি চিল। ওড়ার ক্ষমতা ছিল না তার। চিলটিকে দ্রুত চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান দুই যুবক। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইঞ্জেকশন দিয়ে প্রাণীটিকে সুস্থ করে তোলেন। সেই সঙ্গে ওরাল ড্রপ ও আরও কিছু ওষুধ দেন। পশু চিকিৎসক জানিয়েছেন, "চিলটির বয়স বছর পাঁচেক। দু-তিন দিন পর সে আরও সুস্থ হয়ে যাবে।"

চিলটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া অর্ঘ্য বলেন, "মাঠে বসেছিলাম। সেই সময় চিলটি মাঠে এসে পড়ে। উড়তে পারছিল না। প্রথমে ভেবেছিলাম বনদপ্তরকে দিয়ে দেব। তবে কাছেই হাসপাতাল থাকায় সেখানে নিয়ে এলাম। বাড়িতে পশু-পাখি আছে, কষ্ট দেখতে পারিনি। ডাক্তারবাবু চিকিৎসা করেছেন, ঠিক হয়ে যাবে।" আরেক যুবক অঞ্জন ঘোষের কথায়, "চিলটির ডানায় আঘাত লেগেছিল। উড়তে পারছিল না। আমরাই হাসপাতালে আনলাম। ঠিক হয়ে যাবে বলে আশা করছি।" অনেক সময়ই পশু-পাখিদের উপর নিষ্ঠুরতার ঘটনা সামনে আসে, সেই আবহে মানবিক কাজ করলেন দুই যুবক, বলছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের ২৬ বছরের বিবাহবার্ষিকী ছিল দম্পতির। বিয়ের দিন যে পোশাক পরেছিলেন, সেই সাজেই সেজেছিলেন তাঁরা।
  • অনুষ্ঠানের পর মঙ্গলবার সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের দেহ।
  • ঘটনাটি ঘটেছে চুঁচুড়া পিয়ারা বাগান মাঠ এলাকায়।
Advertisement