সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে বিবস্ত্র করে হাঁটানো হল ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে (Bilaspur)। পাশাপাশি তাঁদের চাবুক দিয়েও মারা হল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে জনবহুল রাস্তায় কেবল অন্তর্বাস পরিয়ে তাঁদের হাঁটানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই বিতর্ক উসকে উঠেছে এই ঘটনায়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুই ব্যক্তির নাম নরসিংহ দাস ও রামনিবাস মেহর। তাঁদের বয়স যথাক্রমে ৫০ ও ৫২। তাঁরা বিলাসপুরের হাই কোর্ট কলোনি দিয়ে বস্তাভরতি গোমাংস নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়েই সেখানে হাজির হন বেশ কিছু মানুষ। তারপর তাঁরা সেখানে ওই দুই পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে হেনস্তা করা শুরু করেন। শেষ পর্যন্ত ভিডিওয় তাঁদের বলতে শোনা গিয়েছে, এবার রেহাই দিতেও। কিন্তু তাতেও উন্মত্ত জনতাকে থামতে দেখা যায়নি।
[আরও পড়ুন: খনি কেলেঙ্কারিতে নাম জড়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, ED দপ্তরে তলব হেমন্ত সোরেনকে]
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সুমিত নায়েক নামের এক এক ব্যক্তি ওই দু’জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানিয়েছেন, তিনি ও অন্যান্যরা মিলে যখন রামনিবাস ও নরসিংহের কাছে চান বস্তায় কী রয়েছে। তাঁরা জানিয়ে দেন, বস্তায় গোমাংস রয়েছে। এরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, সব মিলিয়ে ৩৩ কেজি মাংস ছিল ওই বস্তায়। পুলিশ জানিয়েছে, তারা উদ্ধার করা মাংস এক পশু চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়েছে। কিন্তু সেই পরীক্ষার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
কিন্তু যাঁরা ওই দুই ব্যক্তিকে নিগ্রহ করলেন তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ? পুলিশ আশ্বাস দিয়েছে, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ওই সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপের কথা জানা যায়নি। কাউকে আটকও করেনি পুলিশ।