shono
Advertisement

মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ দুই জওয়ান

রাস্তা পরিদর্শনের কাজে নিযুক্ত একটি পুলিশ দলের উপর হামলা চালায় মাওবাদীরা। The post মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ দুই জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 04:51 PM Mar 03, 2017Updated: 11:21 AM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। আহত আরও দু’জন। পুলিশ সূত্রে খবর,  চেরলি  গ্রামের কাছে রাস্তা পরিদর্শনের কাজে নিযুক্ত একটি পুলিশ দলের উপর হামলা চালায় মাওবাদীরা। শুরু হয় প্রচন্ড লড়াই। ওই লড়াইয়ে মারা যান ‘ছত্তিশগড় আর্মড ফোর্স’-এর কনস্টেবল হেমন্ত কুমার ও ছত্তিশগড় পুলিশের অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল গুব্বারাম। জখম হন কনস্টেবল সহ্দব রাজওয়ারে ও মুদ্দারাম।

Advertisement

পুলিশ-মাওবাদীদের গুলির লড়াই, জখম জওয়ান

জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সমস্ত এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনী তল্লাশি। তবে এই হামলায় কোনও মাও জঙ্গি মারা গিয়েছে কি না,  তা এখনও জানা যায়নি।

গুরমেহরের বিরুদ্ধে সরব হলেন আরেক শহিদ কন্যা পূজা

মাও সন্ত্রাসে জর্জরিত ছত্তিশগড়, বিহার পশ্চিম বঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য। তাই এবার মাওদমনে কোমর বেঁধে নেমেছে তারা। ২০১০ সালে মাওবাদীদের রমরমা রুখতে সিআইএফ (Counter insurgency Force) গড়ে তুলেছিল পশ্চিম বঙ্গ সরকার। প্রায় ৫০০ জন জওয়ানকে নিয়ে তৈরি হয় এই বাহিনী। এবার এই বাহিনীকেই পাহাড়ে চড়া শেখাচ্ছে এক বেসরকারি সংস্থা। আর এই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় ও বেড়ো পাহাড়কে। শেখানো হচ্ছে লং ফেস ক্লাইম্বিং, রিভার ক্রসিং, জুমারিং, ব়্যাপেলিং, ট্র্যাভারসিং, ক্যাজুয়ালটি রেসকিউয়ের মতো বিষয়।

পাকদণ্ডী বেয়ে আঁধার থেকে আলোয় ফিরল এই মেয়ে

The post মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ দুই জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement