বিধান নস্কর, দমদম: শীতের মরশুমে বঙ্গে হাজির দুই অতিথি। শনিবার দমদম বিমানবন্দরে পৌঁছয় তারা। সেখান থেকে তারা সড়কপথে রওনা দেয় দার্জিলিং। কারণ, তাদের গন্তব্য পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। কারণ, সেখানের স্থায়ী বাসিন্দা হতে চলেছে তারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে সাইবেরিয়া থেকে আসা জোড়া বাঘের।
লারা এবং আকামাস নামে বাঘ দুটিকে কাঠের বাক্সে করে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়।
এর পর অ্যাম্বুল্যান্সে সড়কপথে তাদের শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে তারা যাবে দার্জিলিং চিড়িয়াখানায়। বিমান কিংবা অ্যাম্বুল্যান্সে যাতে কোনও সমস্যা না হয়, সে কারণে উপযুক্ত ব্যবস্থাও ছিল।
[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর পরকীয়া! প্রতিবাদ করতেই শ্বাসরোধ করে খুন স্বামী]
দার্জিলিংয়ের চিড়িয়াখানায় সাইবেরিয়ান বাঘ ছিল। তবে কয়েক বছর আগে তার মৃত্যু হয়। এর পর ভারত এবং সাইপ্রাসের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। মূলত বিনিময় প্রথার মাধ্যমে সাইবেরিয়ার জোড়া বাঘ এল বাংলায়। তার পরিবর্তে দার্জিলিং চিড়িয়াখানা থেকে দুটি রেড পান্ডা পাঠানো হয়েছে। উল্লেখ্য, দার্জিলিং চিড়িয়াখানাতেই একমাত্র রেড পান্ডার প্রজননের ব্যবস্থা রয়েছে।
দেখুন ভিডিও: