অরিজিৎ গুপ্ত, হাওড়া: কলকাতায় বেড়াতে এসে বিপত্তি। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল আসানসোলের দুই কলেজ পড়ুয়া। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের উলটোদিকে চাঁদমারি ঘাটে। বেলা সাড়ে তিনটে অবধি দুজনের খোঁজ মেলেনি।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই পড়ুয়ার নাম ইন্দ্রজিৎ মাহাতো (২১) এবং সৌমেন ধর (২০)। ইন্দ্রজিৎ ম্যানেজমেন্টের ছাত্র। থাকেন আসানসোলের মহিশিলায়। সৌমেনের বাড়ি আসানসোলের চেলিডাঙায়। তিনি স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গিয়েছে, স্নান করতে নেমে গঙ্গায় ভাটার টানে ভেসে গিয়েছে দুই কলেজ পড়ুয়া। আর এক পড়ুয়া জলে নামলেও স্নান করেননি। তাঁর সামনেই দুই বন্ধু ভেসে গিয়েছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
[আরও পড়ুন: ভরদুপুরে চলল গুলি! ছুরি মেরে বিড়ি ব্যবসায়ীর টাকা লুট দুষ্কৃতীদের]
পুলিশ জানায়, অরিজিৎ সরকার নামে ওই ছাত্রটি বন্ধুদের সঙ্গে গঙ্গায় নামলেও বেশি দূরে যাননি। তিনি জানান, তিন বন্ধু মিলে কলকাতায় বেড়াতে এসেছিলেন। আচমকাই চাঁদমারি ঘাটে এসে ইন্দ্রজিৎ আর সৌমেন গঙ্গায় স্নান করতে চান। অরিজিৎ বাধা দিলেও ওঁরা কানে তোলেননি। বাকি দুই বন্ধু স্নান করতে করতে পাড় থেকে অনেকটা দূরে চলে যায়। এই ঘটনা দেখে অরিজিৎ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডকে খবর দেন। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের রিভার ট্রাফিককে। কলকাতা পুলিশের লঞ্চ খোঁজাখুঁজি শুরু করেছে। পরে আসে হাওড়া সিটি পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন। কিন্তু দুপুর পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।