shono
Advertisement

Breaking News

Bangaon

স্কুলের সামনে স্টোনচিপসের স্তূপে বিস্ফোরণ! বনগাঁয় আহত ২ পড়ুয়া, তীব্র চাঞ্চল্য এলাকায়

কী থেকে এই বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 07:19 PM Nov 22, 2024Updated: 07:41 PM Nov 22, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্কুলের বাইরের রাস্তায় পড়ে থাকা পাথরের স্তূপে বিস্ফোরণ। আহত দুই পড়ুয়া। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়। বিস্ফোরণের পরে পড়ুয়াদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন পৌনে দুটো নাগাদ স্কুলে টিফিন হয়। সেই সময় পঞ্চম শ্রেণির দুই পড়ুয়া শিবা রায় ও সায়ন চক্রবর্তী এলাকায় মাছ ধরা দেখতে স্কুলের বাইরে বেরিয়েছিল। সেই সময় রাস্তায় পড়ে থাকা পাথরে একটি সাদা রঙের বস্তু দেখতে পারে তারা। সেটির সঙ্গে তার যুক্ত ছিল বলে জানা গিয়েছে। হাতে নিয়ে দেখে রেখেও দেয় দুই পড়ুয়া।  ফিরে আসার সময়ই বিকট বিস্ফোরণ ঘটে যায়। তার জেরে হাতে গুরুতর আঘাত লাগে শিবার। তার হাতের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সায়ন নামের পড়ুয়াটিও আহত হয়। বিস্ফোরণের পরই স্কুল কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠায়। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুজনকেই। স্কুলের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক শংকর সরকার জানাচ্ছেন, "আজ দুপুরে আচমকাই এক বিকট শব্দ পাই। স্কুলের সামনে রাস্তা তৈরির কাজ চলছে। সেজন্য পাথর ফেলা হয়েছে। সেই পাথরের মধ্যেই কিছুটা একটা ছিল। তার থেকে বিস্ফোরণ ঘটেছে। দুজন ছাত্র আহত হয়েছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। তদন্ত শুরু হয়েছে।"

স্থানীয় বাসিন্দা ও আহত পড়ুয়া সায়নের এক আত্মীয় বলেন, "রাস্তা সারাইয়ের জন্য এলাকায় পাথর ফেলা হয়েছে। সেখানেই বিস্ফোরণ হয়। শব্দ শুনে ছুটে আসি। পাথরগুলো আজকেই ফেলা হয়েছে। আমার মতে সব পাথর ভালো করে তদন্ত করে দেখা হোক।" কী থেকে এই বিস্ফোরণ? সাদা রঙের বস্তুটিই বা কী? খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলের বাইরের রাস্তায় পড়ে থাকা পাথরে বিস্ফোরণ।
  • ঘটনায় আহত দুই পড়ুয়া।
  • একজনের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। অন্যজন আহত হয়েছে।
Advertisement