সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের আগেই নতুন রাজ্যপাল পেল মণিপুর। হিংসা উপদ্রুত উত্তর-পূর্বের রাজ্যটির সাংবিধানিক প্রধানের পদে বসছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকে দীর্ঘদিন সচিব হিসাবে কাজ করেছেন ভাল্লা। মণিপুরকে শান্ত করতে তাঁর উপরই ভরসা রাখছে কেন্দ্র।
মঙ্গলবার মোট পাঁচ রাজ্য নতুন রাজ্যপাল পেয়েছে। মণিপুরে যেমন অজয় ভাল্লা রাজ্যপাল হয়ে যাচ্ছেন, তেমনই মিজোরামে যাচ্ছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পাঠানো হল বিহারে। কেরলে রাজ্য-রাজ্যপাল সংঘাত বেশ কিছুদিন ধরেই শিরোনামে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর আগে বহুবার রাজ্যপালের বিরুদ্ধে নালিশ করেছেন। এবার কেরলের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরছেন। তাঁর জায়গায় ওড়িশার রাজভবনে যাচ্ছেন ডঃ হরি বাবু কম্ভাম্পটি।
তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি শিরোনাম কুড়িয়েছে রাজ্যপাল হিসাবে অজয় ভাল্লার দায়িত্ব নেওয়া। তিনি অনুসুয়া উইকের ছেড়ে যাওয়া পদে বসবেন। অজয় ভাল্লা ১৯৮৪ অসম-মেঘালয় ব্যাচের আইএএস। ২০১৯ সালের আগস্ট মাস থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিব ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে জাতিসংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্যটি। এহেন পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান। সেখানকার মানুষের দুরাবস্থার ছবি নিজের চোখে দেখেন। কিন্তু দেড় বছর কেটে গেলেও মণিপুরে পা রাখেননি মোদি। বারবার মণিপুরের সরকার ভেঙে দেওয়ার দাবিও উঠেছে। এই পরিস্থিতিতে অজয় ভাল্লার রাজ্যপাল হয়ে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ।