সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে চেনা ছবি কাশ্মীরে। মঙ্গলবার ভোরে গুলি-বোমার শব্দেই ঘুম ভাঙল উপত্যকাবাসীর। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ সন্ত্রাসবাদী। শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায়। এখনও দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। এলাকায় আরও জেহাদি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে।
[ছত্তিশগড়ে সেনার গুলিতে খতম ৮ মাওবাদী, শহিদ দুই পুলিশকর্মী]
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাকভোরে পুলওয়ামায় অভিযানে নামে ভারতীয় সেনা। ওই এলাকায় ৩-৪ জন সন্ত্রাসবাদী লুকিয়ে ছিল বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ভোরে এলাকায় সেনা আধিকারিকরা পৌঁছাতেই গোপন ডেরা থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা দেয় ভারতীয় সেনাও। টানা ৫ ঘণ্টা গুলির লড়াইয়ের পর জঙ্গিদের মধ্যে দুজনকে নিকেশ করা হয়েছে। যদিও, তাঁরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনও নিশ্চিত করেনি সেনা। তাদের পরিচয়ও জানানো হয়নি সরকারিভাবে। অন্যদিকে, এই অভিযানে ভারতীয় সেনার এক জওয়ানও শহিদ হয়েছেন বলে জানানো হয়েছে। এখনও এলাকায় অভিযান চলছে। চলছে গুলির লড়াইও। আরও ২-১ জন জঙ্গি এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে সেনা। সেক্ষেত্রে তাদের নিকেশ না করা অবধি অভিযান চলবে।
[উপত্যকায় এনকাউন্টারে খতম ৬ জঙ্গি, শহিদ জওয়ান]
অন্যদিকে, একই দিনে ত্রালে আরও দুটি পৃথক জায়গায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। যদিও সেনা সূত্রে খবর, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ঢাল করে আড়াল থেকে লড়াই করছে। স্থানীয়দের বাড়িতেই লুকিয়ে থাকছে তারা। বাসিন্দাদের সহযোগিতা না যাওয়ায় জঙ্গি নিকেশ অভিযানে সমস্যার সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য,জম্মু ও কাশ্মীরে বেশ কয়েক মাস ধরেই সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। রবিবারও সেনা জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারায় ৬ জঙ্গি।