সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে প্রায় দু’মাস হয়ে গিয়েছে ইউক্রেনের (Ukraine) মাথার উপরে যুদ্ধের (Russia-Ukraine War) কালো মেঘ। অসহায় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বহু সাধারণ ইউক্রেনীয়। প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিতে দেখা গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে এবার দুই ইউক্রেনীয়র দেখা মিলল ভারতে! অসমের করিমগঞ্জের বদরপুর স্টেশনে দিল্লিগামী এক ট্রেন থেকে আটক করা হয় তাঁদের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে একথা জানা গিয়েছে।
ওই দুই আগন্তুকের সঙ্গে মিলেছে বহু বাংলাদেশি টাকা ও আরও নানা সামগ্রী। কেন তাঁরা এখানে এসেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে নয়াদিল্লির ইউক্রেন দূতাবাসের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। আটক দুই ইউক্রেনীয়র নাম ত্রিসচানিস্ক ভোলাদিমির (৩৯) ও নাজারি ভোজনিউক (২১)।
[আরও পড়ুন: পাকিস্তান ছেড়ে পালাতে পারবেন না ইমরান খানের মন্ত্রীরা, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত শরিফের]
জানা যাচ্ছে, দিল্লিগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই দু’জনকে। তাঁদের কাছ থেকে পাসপোর্ট ও অন্যান্য নথি চাইলে দেখা যায় কোনও বৈধ নথিই নেই তাঁদের কাছে।
পুলিশ আধিকারিক দুলন বোরো এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ”আমরা তাঁর কাছ থেকে বাংলাদেশি টাকা পেয়েছি। এছাড়া বেশ কিছু জামাকাপড়, জুতো, চারটি ব্যাগ-সহ আরও নানা জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।” কেন তাঁরা ভারতে এসেছিলেন তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা করে রুশ সেনা। সেই থেকেই চলছে লড়াই। প্রথমে ভাবা গিয়েছিল হয়তো পুতিন বাহিনী সহজেই দখল করে ফেলবে রাজধানী কিয়েভ-সহ নানা শহর। কিন্তু ইউক্রেনীয় সেনার পালটা লড়াইয়ে এখনও চলছে যুদ্ধ। আর তার ফলেই সেদেশের একাধিক শহরের দশা পরিণত হয়েছে প্রায় ভগ্নস্তূপে। ফলে চূড়ান্ত অসহায় পরিস্থিতিতে হয়েছে সাধারণ মানুষকে।