shono
Advertisement

বেজিংকে চরম হুঁশিয়ারি, চিনের গা ঘেঁষে টহল দিল দুই মার্কিন যুদ্ধজাহাজ

বাণিজ্যিক যুদ্ধের মধ্যেই চড়ছে চিন-মার্কিন উত্তেজনার পারদ৷ The post বেজিংকে চরম হুঁশিয়ারি, চিনের গা ঘেঁষে টহল দিল দুই মার্কিন যুদ্ধজাহাজ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:03 PM Jul 08, 2018Updated: 05:33 PM Jul 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন বাণিজ্যিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনে, ঠিক তখনই তাইওয়ান ও চিনের মধ্যেকার সরু জলসীমার মধ্য দিয়ে টহলদারি চালাল মার্কিন নৌসেনার দুটি যুদ্ধ জাহাজ৷ দক্ষিণ চিন সাগর নিয়ে দীর্ঘদিন ধরে চলা ওয়াশিংটন-বেজিং উত্তেজনার মধ্যে যা বাড়তি উত্তেজনা তৈরি করল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, শনিবার সকালে জলসীমায় ঢুকেছিল মার্কিন সেনার দুই যুদ্ধজাহাজ, ইউএসএস মাস্টিন ও ইউএসএস বেনফোল্ড৷

Advertisement

[ইসলামাবাদের মদতেই PoK-তে বাড়ছে জঙ্গিদের দাপাদাপি, আন্দোলনে নাগরিকরা]

দক্ষিণ চিন সাগরের মতোই আমেরিকা ও চিনের মধ্যে একটি স্পর্শকাতর বিষয় হল তাইওয়ান৷ একদিকে তাইওয়ানকে তাদের সঙ্গে যুক্ত করতে চায় বেজিং৷ অন্যদিকে, বেজিংয়ের হাত ধরতে নারাজ তাইপে প্রশাসন৷ এই বিষয়ে প্রথম থেকেই তাইওয়ানকে সাহায্য করে এসেছে আমেরিকা৷ ফলে শনিবারের বিষয়টিকে হালকা ভাবে নিলেও বিবৃতিতে চিনের প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে আমেরিকা৷ ইউএস প্যাসিফিক ফ্লিটের ক্যাপ্টেন চার্লি ব্রাউন জানান, দক্ষিণ চিন সাগর থেকে তাইওয়ান ও চিনের মধ্যেকার জলসীমা অতিক্রম করে পূর্ব চিন সাগরের দিকে গিয়েছিল যুদ্ধ জাহাজ দুটি৷ তাঁর সংযোজন, কোনও তেমন চুক্তি না থাকলেও তাইপের পাশে সর্বদা রয়েছে ওয়াশিংটন৷ প্রতিক্রিয়া মিলেছে চিনের পক্ষ থেকেও৷ চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, তাইওয়ান সমস্যাকে খুঁচিয়ে তোলার চেষ্টা করছে আমেরিকা৷ যাকে মোটেই হালকা নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও৷

[আমেরিকার কানসাসের রেস্তরাঁয় চলল গুলি, মৃত্যু এক ভারতীয় ছাত্রর]

প্রসঙ্গত, এর আগে একাধিকবার তাইওয়ানের পাশে সেনা মহড়া চালিয়েছে চিন৷ উড়িয়েছে বোমারু বিমান৷ চলতি বছরেই জলসীমার মধ্য দিয়ে তাইওয়ানের খুব কাছ দিয়ে গিয়েছে চিনের যুদ্ধ জাহাজ৷ এমনকি একাধিকবার দেশটিকে নিজেদের সঙ্গে যুক্ত করতেও চেয়েছে বেজিং৷ কিন্তু এতে প্রথম থেকেই নারাজ তাইওয়ান৷ তাইওয়ানকে পিছন থেকে সাহায্য করে গিয়েছে আমেরিকা৷ জানা গিয়েছে, শেষবার ২০০৭-তে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের সময় তাইওয়ান ও চিনের মধ্যেকার জলসীমা দিয়ে গিয়েছিল মার্কিন সেনার এয়ারক্রাফট কেরিয়ার৷ তারপর ঠিক এগারো বছর পর ২০১৮-তে গেল দুটি মার্কিন যুদ্ধ জাহাজ৷

The post বেজিংকে চরম হুঁশিয়ারি, চিনের গা ঘেঁষে টহল দিল দুই মার্কিন যুদ্ধজাহাজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement