shono
Advertisement

সিন্ডিকেটের সংঘর্ষে আনন্দপুরে চলল গুলি, আহত ২ যুবক

চারতলা বাড়ি নির্মাণ ঘিরেই অশান্তির সূত্রপাত।
Posted: 09:32 PM Jan 08, 2021Updated: 09:41 PM Jan 08, 2021

অর্ণব আইচ: ফের কলকাতায় (Kolkata) চলল গুলি। শুক্রবার বিকেলে পূর্ব কলকাতার আনন্দপুরে প্রোমোটিং ও এলাকা দখল ঘিরে দুই সিন্ডিকেটের সংঘর্ষ। তারই জেরে এলোপাথারি গুলি চালাল দুষ্কৃতীরা। চলল ভাঙচুরও। গুলিতে শওকত ও ভুজন নামে আহত দু’জনই সিন্ডিকেটের সদস্য বলে জানা গিয়েছে। আনন্দপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যায় লালবাজারের গোয়েন্দারাও।

Advertisement

আনন্দপুরের গুলশন কলোনিতে ঘটেছে এই ঘটনা। এই অঞ্চলেই প্রোমোটিং ও তোলাবাজির সিন্ডিকেট চালায় জুলকর ও মিনি ফিরোজ। বহুদিন ধরেই এলাকা দখলের লড়াই চালাচ্ছিল এই দুই সিন্ডিকেটের মাথা। মিনি ফিরোজ নিজেও কয়েকজন প্রোমোটারকে দিয়ে নির্মাণের কাজ করাত। এছাড়াও নির্মাণের জিনিস সরবরাহের সিন্ডিকেটও চালাত। জুলকর এলাকার প্রোমোটারদের কাছ থেকে তোলাবাজির সিন্ডিকেটও চালাত, অভিযোগ এমনই। সম্প্রতি গুলশন কলোনিতে মিনি ফিরোজের এক পরিচিত প্রোমোটার ওই এলাকায় একটি চারতলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।

[আরও পড়ুন: এবার অনলাইনেই জমা দেওয়া যাবে বিনোদন কর, শীঘ্রই নয়া অ্যাপ আনছে পুরসভা]

সেই বাড়িটি ঘিরেই গত কয়েকদিন ধরে দুই সিন্ডিকেটের মধ্যে গোলমাল চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে জুলকর তার সঙ্গীদের নিয়ে ওই নির্মীয়মান বাড়িটিতে আসে। তারা প্রোমোটারের কাছ থেকে টাকা চায়। সেই খবর পেয়ে মিনি ফিরোজের লোকেরা এসে বাধা দেয়। দুই সিন্ডিকেটের সদস্যদের মধ্যে প্রথমে বচসা ও তারপর মারপিট হয়। দু’দলই একে অন্যের উপর হামলা চালায়। দেখে নেওয়ার হুমকি দিয়ে চলেও যায় তারা। এদিন বিকেল পাঁচটা নাগাদ জুলকর ফের মিনি ফিরোজের এলাকায় আসে। অভিযোগ, তার সঙ্গে বাইকে করে আসে প্রায় ৩০ জন। বাইকগুলি তারা একটি দূরে রেখে তারা ফিরোজদের দিকে এগিয়ে আসে। প্রথমে ইটবৃষ্টি শুরু হয়। গোলমাল চরমে ওঠে।

জুলকরের অনুগামীরা ওই বাড়িটি ও এলাকায় ভাঙচুর শুরু করে। তাতে বাধা দেয় ফিরোজের লোকেরা। এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, দু’দলই একে অন্যের দিকে এলোপাথারি গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। মিনি ফিরোজের এক অনুগামীর গুলিতে আহত হয় জুলকরের দুই অনুগামী শওকত ও ভুজন। তাদের দু’জনেরই পায়ে গুলি লাগে। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। বেগতিক বুঝে দুই সিন্ডিকেটের সদস্যরাই পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের চিকিৎসা চলছে। ঘটনায় আনন্দপুর থানায় খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ ও কিছু ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। তারই ভিত্তিতে অভিযুক্তদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে একাধিক নতুন মুখ, ‘কে এল-গেল ভুলে যান’, বার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement