shono
Advertisement

ইউরো ২০১৬’র সেরা একাদশের একমাত্র ফরোয়ার্ড রোনাল্ডো

বিশ্বজয়ী জার্মানির গোলকিপার নুয়্যারকে ছাপিয়ে প্রথম এগারোয় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও৷ শেষ ম্যাচে তাঁর অমূল্য হাত দু'টো না থাকলে ইতিহাস পাল্টে যেতে পারত৷ The post ইউরো ২০১৬’র সেরা একাদশের একমাত্র ফরোয়ার্ড রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.
Posted: 12:37 AM Jul 13, 2016Updated: 07:10 PM Jul 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা ইউরো ২০১৬’র সেরা একাদশে কোন ফুটবলাররা জায়গা করে নিলেন? উত্তরে যে দু’টো নাম সবার আগে মাথায় আসবে তা হল গোল্ডেন বুটজয়ী আঁতোয়াঁ গ্রিজম্যান এবং অবশ্যই প্রথমবার ইউরো সেরা হয়ে ইতিহাস গড়া সিআর সেভেন৷ এই আন্দাজ ভুল হওয়ার কোনও ব্যাপারই নেই৷ সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ফুটবলারদের পারফরম্যান্সের নিরিখে প্রথম একাদশ বেছে নিয়েছে উয়েফার টেকনিক্যাল প্যানেল৷ রোনাল্ডো ও গ্রিজম্যান ছাড়া আর কে কে রয়েছেন এই তালিকায়?

Advertisement

বিশ্বজয়ী জার্মানির গোলকিপার ন্যুয়ারকে ছাপিয়ে প্রথম এগারোয় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও৷ শেষ ম্যাচে তাঁর অমূল্য হাত দু’টো না থাকলে ইতিহাস পাল্টে যেতে পারত৷ ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছেন প্যানেল বিশেষজ্ঞরা৷ দুই সাইড ব্যাক হলেন জার্মানির কিমিচ ও পর্তুগালের গুরেইরো৷ দুই স্টপার জার্মানির বোয়াতেং ও পর্তুগিজ ডিফেন্ডার পেপে৷ মাঝমাঠে রাখা হয়েছে জার্মান মিডিও টনি ক্রুস ও ওয়েলসের জো অ্যালেন৷ তাঁদের সামনে খেলানো হচ্ছে ওয়েলসের অ্যারন ব়্যামসে, ফ্রান্সের পায়েত ও গ্রিজম্যানকে৷ ফরোয়ার্ডে পর্তুগিজ স্ট্রাইকার রোনাল্ডো৷

উয়েফার ১৩ জন শক্তিশালী পর্যবেক্ষক ইউরোর প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখে সেরা এগারো বেছেছেন৷ এই প্যানেলে রয়েছেন উয়েফার কোচিং অ্যাম্বাসাডর অ্যালেক্স ফার্গুসনও৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ বলেন, “অনেক পরীক্ষা-নিরীক্ষা আলাপ আলোচনার পর উয়েফা ইউরো ২০১৬-র সেরা এগারো হিসেবে এই ফুটবলারদের বেছে নেওয়া হয়েছে৷ শক্তিশালী ডিফেন্স তো রয়েছেই৷ সেই সঙ্গে অ্যাকাটিং থার্ডও বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারবে৷ এই দলে অনেকেই গোলের মুখ খুলতে পারেন৷”

এর আগে ২০০৪ ও ২০১২ উয়েফা ইউরোর ২৩ জনের দলে রাখা হয়েছিল রোনাল্ডোকে৷ তাঁর সতীর্থ পেপে জায়গা পেয়েছিলেন ২০০৮ ও ২০১২-র ২৩ জনের দলে৷ দেশকে প্রথমবার ইউরো ট্রফি জিতিয়ে ইতিহাস গড়েছেন রোনাল্ডো৷ ইউসেবিও, লুই ফিগো যা পারেননি, তা করে দেখিয়েছেন সিআর সেভেন৷ তাই উয়েফাও তাদের সেরা স্ট্রাইকার হিসেবে তাঁকেই বেছে নিল৷

The post ইউরো ২০১৬’র সেরা একাদশের একমাত্র ফরোয়ার্ড রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement