shono
Advertisement

টেস্ট সিরিজের আগে ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন বুমরাহ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের দলে বুমরাহর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা বিসিসিআইয়ের। The post টেস্ট সিরিজের আগে ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন বুমরাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Sep 24, 2019Updated: 08:38 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। দলের প্রধান অস্ত্র তথা এক নম্বর পেসার জশপ্রীত বুমরাহ আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে দলে এলেন উমেশ যাদব। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বল হাতে আগুন ঝরিয়েছেন বুমরাও। এই মুহূর্তে তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাহ। স্বাভাবিকভাবেই তাঁর না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য বড়সড় ধাক্কা।

Advertisement

[আরও পড়ুন: আগামী মাসেই বিসিসিআইয়ের নির্বাচন, স্পষ্ট করল সুপ্রিম কোর্টের প্রশাসক প্যানেল]

ভারতীয় টেস্ট দল ঘোষণার পর নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল দলের সব সদস্যদের। রেডিওলোজি পরীক্ষায় ধরা পড়ে বুমরাহর পিঠের নিচের দিকে মাংসপেশিতে খিঁচ রয়েছে। তাঁর কিছুদিন বিশ্রাম প্রয়োজন বলেই মনে করছেন চিকিৎসকরা। দলের প্রধান শক্তিকে নিয়ে তাই ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে বেছে নেওয়া হয়েছে উমেশ যাদবকে।

[আরও পড়ুন: জাতীয় দলে ব্যর্থতা অতীত, ফের ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন মেসি]

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান বুমরাহ। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। বেশ কিছুক্ষণ পর মাঠে ফেরেন। তারপর থেকেই সমস্যায় ছিলেন টিম ইন্ডিয়ার সের অস্ত্র। টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন বুমরাহ। বিসিসিআইয়ের চিকিৎসকরা জানিয়েছেন, বুমরাহর চোট ততটা গুরুতর নয়। তবে, তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বোর্ড। বুমরাহ ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ অনেকটা দুর্বল হল সেকথা বলাই যায়। তাছাড়া ক্রিকেট বিশ্ব বুমরাহ বনাম রাবাদা লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল। তাও আর হল না। তবে, বুমরাহর চোট শাপে বর হল উমেশ যাদবের জন্য। নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ পেয়ে গেলেন তিনি।

The post টেস্ট সিরিজের আগে ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন বুমরাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার