shono
Advertisement

শ’খানেক গাড়ি চুরির পর শ্রীঘরে চোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সেডিজ, বিএমডব্লু, অডি, একেকদিন একেক গাড়িতে কাটত তার বিলাসবহুল জীবন৷ তবে সবই চুরির৷ বছরের পর বছর ধরে চলছিল এই গাড়ি চুরির কাহিনি৷ থামল শ’খানেকের পর৷ বুধবার পুলিশের জালে ধরা পড়ল ‘সুপার কার-লিফ্টার’ রবীন৷ প্রায় চোদ্দ বছর ধরে অপরাধ জগতের বাসিন্দা রবীন৷ তবে, গাড়ির চুরির পেশায় আসে প্রখ্যাত গাড়িচোর মনোজ বক্কারওয়ালার সংস্পর্শে৷ […] The post শ’খানেক গাড়ি চুরির পর শ্রীঘরে চোর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Jul 22, 2016Updated: 02:25 PM Jul 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সেডিজ, বিএমডব্লু, অডি, একেকদিন একেক গাড়িতে কাটত তার বিলাসবহুল জীবন৷ তবে সবই চুরির৷ বছরের পর বছর ধরে চলছিল এই গাড়ি চুরির কাহিনি৷ থামল শ’খানেকের পর৷ বুধবার পুলিশের জালে ধরা পড়ল ‘সুপার কার-লিফ্টার’ রবীন৷

Advertisement

প্রায় চোদ্দ বছর ধরে অপরাধ জগতের বাসিন্দা রবীন৷ তবে, গাড়ির চুরির পেশায় আসে প্রখ্যাত গাড়িচোর মনোজ বক্কারওয়ালার সংস্পর্শে৷ অবশ্য রবিনের আসল অনুপ্রেরণা বলিউড সিনেমা ‘ওয়ে লাকি, লাকি ওয়ে’৷ ইতিমধ্যেই ২৫ বার সিনেমাটি দেখে ফেলেছে সে৷ সিনেমায় অভয় দেওলের চরিত্রের মতোই গাড়ি নিয়ে চোখের পলকে পালিয়ে যেত এতদিন৷ সম্প্রতি একটি Audi A-7 চুরি করে লুকিয়ে ছিল নয়ডায় প্রেমিকার বাড়িতে৷ সেখানেই তাকে ধরে ফেলে পুলিশ৷ উদ্ধার হয়েছে একটি দামী টয়োটা গাড়িও৷

জেরার মুখে রবীন জানিয়েছে, সাধারণত অভিজাত এলাকাতেই গাড়ির চুরি করার জন্য ঘোরাফেরা করতে সে৷ সুযোগ বুঝেই বাড়িতে ঢুকে চুপিসাড়ে গাড়ির চাবি নিয়ে নিত৷ তারপর চোখের পলকেই গাড়ি নিয়ে হাওয়া৷ এভাবে এক নবাবের গাড়িও চুরি করেছিল বলে জানায় এই ‘সুপার কার-লিফ্টার’৷

The post শ’খানেক গাড়ি চুরির পর শ্রীঘরে চোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement