Advertisement
বিশেষ কারণ দু'হাতেই 'ঘড়ি' মমতা-অভিষেকের, অদ্ভুত সব কাজ এই ব্যান্ডের, জানলে তাক লাগবে!
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্য সচেতন, তা কারও অজানা নয়।
প্রযুক্তির যুগে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী হোন বা বিদেশের তারকা, সকলের গতিবিধি কার্যত হাতের মুঠোয়। তারা কোথায় যাচ্ছেন, কী পরছেন, কী খাওয়াদাওয়া করছেন, প্রতিমুহূর্তে সেদিকে নজর আমজনতার। তা নিয়ে কাটাছেঁড়াও কম হয় না। বেশ কিছুদিন ধরেই সোশায় মিডিয়ায় হট টপিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু'হাতের 'ঘড়ি'।
বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে দু'জনেরই দু'হাতে 'ঘড়ি'। কারণ না জেনেই তা নিয়ে সোশাল মিডিয়ায় তৈরি হয় নানা মিম। কিন্তু জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাতের ওই ব্যান্ডটি আদতে কী? কোন কাজে লাগে এটি?
ডান হাতের এই ব্যান্ডটি দেখে যারা ঘড়ি ভাবছেন তারা কিন্তু বড়সড় ভুল করেছেন। মমতা ও অভিষেক ডান হাতে সবসময় যে ব্যান্ডটি পড়েন সেটি আসলে একটি ফিট ব্যান্ড। তবে যা আর পাঁচটা ফিড ব্যান্ডের থেকে অনেকটা আলাদা। এতে নেই ডিসপ্লে।
এই ডিসপ্লে-বিহীন ফিট ব্যান্ড অনেক বেশি পেশাদার। এটি নির্ভুলভাবে হার্ট রেট, রিকভারি রেট, ঘুম-সহ একাধিক বিষয় ট্র্যাক করতে পারে। সারা দিনে কত পা হাঁটলেন বা কতটা শরীরচর্চা করলেন, তা বোঝা যায় ক্যালোরি পোড়ার মাত্রা দেখেই। এখানেই শেষ নয়, এই ব্যান্ড বলে দিতে পারে ব্যবহারকারীর বয়সও।
নিশ্চয়ই ভাবছেন এর জন্য তো স্মার্টওয়াচই রয়েছে। যা একইসঙ্গে ঘড়ি ও ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করে। তাহলে আলাদা করে ব্যান্ড ব্যবহারের প্রয়োজনীয়তা কী?
আর পাঁচটা ফিটনেস ব্যান্ডের থেকে এগুলো অনেকটা আলাদা। এতে ডিসপ্লে ব্যবহার করা হয়নি অত্যন্ত পরিকল্পনামাফিক। ভাবছেন কেন? কারণ, স্ক্রিন না থাকায় এতে নোটিফিকেশনের হাতছানি নেই। ফলে এটি ব্যবহারে মনোসংযোগ নষ্টের কোনও বিষয়ই নেই।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তাহলে ডেটা মিলবে কী করে? হাঁটা-চলা বা ওয়ার্কআউটের মাঝে চট করে ডেটায় নজর রাখা একটু সমস্যার। তারজন্য আপনাকে আলাদা করে খুলতে হবে অ্যাপ। মনে প্রশ্ন জাগছে তো এর দাম কত? তা নির্ভর করছে ব্র্যান্ডের উপর। আপনি কোন ব্যান্ডের ফিটনেস ব্যান্ড কিনছেন, সেই মতো গুণতে হবে টাকা।
Published By: Tiyasha SarkarPosted: 08:23 PM Jan 19, 2026Updated: 11:32 PM Jan 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
