shono
Advertisement

Breaking News

বিরাট অতীত, নতুন প্রেমে মজেছেন অনুষ্কা

তার পিছনেই দিনভর দৌড়ে বেড়াচ্ছেন শুটিং ছেড়ে৷ The post বিরাট অতীত, নতুন প্রেমে মজেছেন অনুষ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:17 AM Jul 28, 2016Updated: 06:47 PM Jul 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিরাট কোহলি৷ এই নাম এখন অতীত অনুষ্কা শর্মার কাছে৷ নাহ, কোনও নায়কের সুন্দর মুখও তাঁর এখন ভাল লাগছে না৷ প্রযোজকদের মাথায় হাত৷ নায়িকার শুটিংয়ে মন নেই৷ তাহলে কোথায় মন দিয়ে পড়ে রয়েছেন অনুষ্কা?

Advertisement

উত্তর মিলল অনুষ্কার ইনস্টাগ্রামে উঁকি মেরে৷ সারা বিশ্ব যার পিছনে দৌড়ে বেড়াচ্ছে৷ তাকেই মন দিয়ে বসেছেন বলি বিউটি৷ বাড়ি, ব্যালকনি, বাগান সর্বত্র দৌঁড়ে বেড়াচ্ছেন তারই খোঁজে৷ নিজেই দেখুন ভিডিও৷

Hooked But guys PLEASE be careful while playing !! #PokemonGo

A video posted by AnushkaSharma1588 (@anushkasharma) on

আজ্ঞে হ্যাঁ ঠিকই ধরেছেন পোকেমনের পিছনেই দৌড়ে বেড়াচ্ছেন বলি নায়িকা৷ তিনি এখন ‘পোকেমন গো প্লেয়ার’৷ এক বন্ধু নাকি তাঁকে পরিচয় করে দিয়েছিল খেলাটির সঙ্গে৷ তারপর থেকেই প্রাক্তন খেলোয়াড় প্রেমিককে ভুলে নতুন খেলায় মজেছেন অনুষ্কা৷

The post বিরাট অতীত, নতুন প্রেমে মজেছেন অনুষ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement