পাগলু ডান্স! ঢোলের তালে দেবের সঙ্গে নাচ রুক্মিণীর, ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?

02:33 PM Jan 14, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতবিরেতে ভাংড়ার মুডে ছিলেন দেব (Dev) ও রুক্মিণী। ঢোল বাজতেই নেচে উঠলেন দুই তারকা। দেব-রুক্মিণীর (Rukmini Maitra) এই যুগলবন্দি দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকে আবার কমেন্টবক্সে তুলে ফেললেন বিয়ের প্রসঙ্গ।

Advertisement

‘চ্যাম্প’ ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধেন রুক্মিণী। অনস্ক্রিন প্রেমের প্রভাব অফস্ক্রিনের সম্পর্কও মধুর করে তোলে। তারপর থেকে ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব-রুক্মিণী। সাম্প্রতিক ‘কিশমিশ’ ছবিও বক্স অফিসে সাফল্য পেয়েছে।

[আরও পড়ুন: সিনেমার মধ্যে আরেক সিনেমার গল্প, চিত্রনাট্যেই বাজিমাত ‘মায়াকুমারী’র, পড়ুন রিভিউ]

শুক্রবার রাতে রুক্মিণী ও নিজের নাচের ভিডিও আপলোড করেন দেব। ভিডিও দেখে মনে হচ্ছে, পাঞ্জাবি লোরি উপলক্ষ্যে আয়োজিত কোনও একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তারকা যুগল। আর সেখানেই ঢোলবাদকরা ছিলেন। লাল শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন রুক্মিণী। দেবের পরণে ছিল স্যুট। ঢোল বাজতেই নেচে ওঠেন রুক্মিণী। প্রেমিকার সঙ্গে দেবও ছন্দ মেলান।

[আরও পড়ুন: ‘পাঠান’ নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন জন আব্রাহম, ছাড়লেন অনুষ্ঠান মঞ্চ! দেখুন ভিডিও]

Advertisement
Next