shono
Advertisement
Donald Trump

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস বাইডেনের

রিপাবলিকান নেতাকে স্বাগত জানালেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং।
Published By: Anwesha AdhikaryPosted: 12:05 AM Nov 14, 2024Updated: 12:32 AM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর পর হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতাকে স্বাগত জানালেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং। ক্ষমতার হস্তান্তর নিয়েও আলোচনা হল দুজনের মধ্যে। উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে হারের পর ট্রাম্পের তরফে অবশ্য এমন সৌজন্য পাননি বাইডেন। বরং নির্বাচনের দিনকয়েক পরে ক্যাপিটল হিংসার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।

Advertisement

বুধবার হোয়াইট হাউসে পা রাখেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। উষ্ণ করমর্দন করে তাঁকে শুভেচ্ছা জানান বাইডেন। ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বাইডেন বলেন, "ওয়েলকাম ব্যাক।" তার পরেই ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করেন দুই নেতা। উল্লেখ্য, গত সপ্তাহে নির্বাচনে কমলা হ্যারিস পরাস্ত হওয়ার পরেই বাইডেন জানিয়েছিলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করতে চান তিনি। এদিন হোয়াইট হাউসে ট্রাম্পকে তিনি বলেন, "আপনার যা কিছু প্রয়োজন, সমস্ত কিছুর আয়োজন আমরা করে দেব।"

বাইডেনের সঙ্গে আলোচনার পরে ট্রাম্প বলেন, "রাজনীতি খুবই কঠিন। অনেকক্ষেত্রেই এই জগৎটা একেবারেই ভালো নয়। তবে আজ রাজনীতি সদর্থক জায়গায় রয়েছে, সেটা আমার ভালো লাগছে।" রিপাবলিকান নেতার কথায়, যতখানি শান্তিপূর্ণভাবে সম্ভব, সেভাবেই ক্ষমতা হস্তান্তর হবে দুই নেতার মধ্যে। এদিন হোয়াইট হাউসে যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। সেখানে ইঙ্গিত দেন, তৃতীয়বারও প্রেসিডেন্ট হতে আগ্রহী তিনি। প্রসঙ্গত, মার্কিন সংবিধান তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার অধিকার দেয় না।

উল্লেখ্য, সপ্তাহখানেক হল মার্কিন মসনদে প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তার পর থেকেই আমেরিকা ছেড়ে অন্যত্র সরে পড়ার ধুম লেগেছে মার্কিনীদের মধ্যে! ইউরোপের নানা দেশ, কানাডা বা মেক্সিকোয় চলে যেতে চাইছেন বহু মার্কিন নাগরিক। গুগল সার্চ হিস্ট্রি তাই বলছে। এমন নয়, বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় এই প্রবণতা ছিল না। ছিল, কিন্তু গত এক সপ্তাহে তা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে। তবে সেদিকে মন দিতে নারাজ ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার হোয়াইট হাউসে পা রাখেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। উষ্ণ করমর্দন করে তাঁকে শুভেচ্ছা জানান বাইডেন।
  • হোয়াইট হাউসে যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। সেখানে ইঙ্গিত দেন, তৃতীয়বারও প্রেসিডেন্ট হতে আগ্রহী তিনি।
  • সপ্তাহখানেক হল মার্কিন মসনদে প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তার পর থেকেই আমেরিকা ছেড়ে অন্যত্র সরে পড়ার ধুম লেগেছে মার্কিনীদের মধ্যে!
Advertisement