shono
Advertisement

দুবাইয়ে ভেঙে পড়ল এমিরেটসের বিমান

তিরুবনন্তপুরমের ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি রওনা হয়েছিল দুবাইয়ের উদ্দেশে৷ The post দুবাইয়ে ভেঙে পড়ল এমিরেটসের বিমান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 PM Aug 03, 2016Updated: 10:35 AM Aug 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এমিরেটস বিমান৷ বুধবার স্থানীয় সময় দুপুর ১২.৪৫ নাগাদ এমিরেটস বোয়িং ৭৭৭ বিমানটি দুবাই বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে৷ বিমানের ডানদিকের ডানায় আগুন লেগে যায়৷ সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় বন্দর এলাকা৷

Advertisement

তিরুবনন্তপুরমের ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি রওনা হয়েছিল দুবাইয়ের উদ্দেশে৷ বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, অবতরণের সময় যান্ত্রিক গোলযোগ ঘটে বিমানে৷ যার ফলে বিমানটি সঠিকভাবে অবতরণ করতে ব্যর্থ হয়৷ ফলে ভারসাম্য হারিয়ে পিছনের অংশ ও ডান ডানায় ভর করে ভেঙে পড়ে বিমানটি৷ এই ঘটনার পরই বন্দরের বাকি বিমানগুলিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে৷ এমিরেটসের তরফে টুইট করে গোটা ঘটনার সত্যতা জানানো হয়েছে৷ বিমানের ২৭৫ জন যাত্রীই নিরাপদে রয়েছেন বলে খবর৷ যাঁদের মধ্যে ২২৬ ছিলেন ভারতীয়৷

দেখে নিন সেই ঘটনার ভিডিও৷

The post দুবাইয়ে ভেঙে পড়ল এমিরেটসের বিমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement