shono
Advertisement

ধর্ষকদের হাতেই ফের গণধর্ষিতা তরুণী!

জামিনে মুক্ত ছিল পাঁচ অভিযুক্ত৷ The post ধর্ষকদের হাতেই ফের গণধর্ষিতা তরুণী! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 AM Jul 18, 2016Updated: 07:43 PM Jul 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণের শিকার গণধর্ষিতা তরুণী৷ অভিযোগ জামিনে মুক্ত আগের অভিযুক্তদের বিরুদ্ধেই৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার রোহতকে৷

Advertisement

বুধবার রোহতকের সুখপুরা চক এলাকায় এক জঙ্গলের মধ্যে ২০ বছরের এক তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তরুণীর কথায় পরে জানা যায়, কলেজ থেকে ফিরছিলেন তিনি৷ সেই সময়ই পাঁচ জন তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ফেলে রেখে যায়৷

নির্যাতিতার পরিবারে অভিযোগ, এই পাঁচ অভিযুক্তই ২০১৩ সালে তাঁকে গণধর্ষণ করেছিল৷ সেই মামলা ফিরিয়ে নেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিল তাঁরা৷ নির্যাতিতার পরিবার তা না করায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবেই ফের তরুণীকে ধর্ষণ করে তাঁরা৷

দলিত সম্প্রদায়ের এই পরিবার আগে হরিয়ানার ভিওয়ানিতে থাকত৷ অভিযুক্তরা সেখানকারই উচ্চবিত্ত পরিবারের ছেলে৷ তাদের অত্যাচারের ভয়েই মেয়েকে নিয়ে রোহতকে চলে আসেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা৷ মেয়ে পড়াশুনা করুক এই ছিল তাঁর ইচ্ছা৷

আপাতত, সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তরুণীর৷ দায়ের করা হয়েছে এফআইআর৷ ঘটনার সত্যতা যাচাই করতে ভিওয়ানিতে পাঠানো হয়েছে পুলিশের একটি দল৷

The post ধর্ষকদের হাতেই ফের গণধর্ষিতা তরুণী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement