shono
Advertisement
Himanta Biswa Sarma

‘আইএসআইয়ের ডাকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন!’, কংগ্রেস সাংসদকে বেনজির আক্রমণ হিমন্তের

সম্প্রতি বিজেপি অভিযোগ তুলেছিল গৌরবের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে আইএসআইয়ের সঙ্গে।
Published By: Subhodeep MullickPosted: 07:34 PM May 18, 2025Updated: 07:34 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসআইয়ের ডাকে পাকিস্তানে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ! সেখানে গিয়ে তিনি প্রশিক্ষণও নিয়েছেন। রবিবার লোকসভার সহকারী বিরোধী দলনেতাকে এভাবেই আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement

তিনি বলেন, “পাক গুপ্তচর সংস্থা আইএসআইয় এবং সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকে পাকিস্তানে গিয়েছিলেন গৌরব। আমাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। শুধু তাই নয়, সেখানে গিয়ে তিনি প্রশিক্ষণও নিয়েছেন। এটি একটি গুরুতর বিষয়। তাঁর বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হোক।” পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন। কংগ্রেসের তরফ থেকে যে চারজনের তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে নাম ছিল গৌরবের। শনিবার অসমের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর কাছে দাবি জানান, গৌরবকে অবিলম্বে ওই তালিকা থেকে বাদ দেওয়া হোক। তাৎপর্যপূর্ণভাবে তার একদিন পর রবিবার অসমের সাংসদকে বেনজির আক্রমণ করলেন হিমন্ত। তবে এ প্রসঙ্গে গৌরবের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।     

সম্প্রতি বিজেপি অভিযোগ তুলেছিল গৌরবের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে আইএসআইয়ের সঙ্গে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করে বিজেপি। এ নিয়ে একটি পোস্ট করেন হিমন্তও। গৌরবের নাম না করে তাঁর বক্তব্য, এক তরুণ নেতার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ওই নেতার উচিত এ নিয়ে সব তথ্য প্রকাশ করা। যদিও সেই অভিযোগ পরে খণ্ডন করেন গৌরব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসআইয়ের আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ!
  • সেখানে গিয়ে তিনি প্রশিক্ষণও নিয়েছেন।
  • লোকসভার সহকারী বিরোধী দলনেতাকে এভাবেই আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
Advertisement