shono
Advertisement

Breaking News

নিজের রাজ্যে নির্বাচনে লড়বেন ইরোম শর্মিলা!

আগামী ৯ আগস্ট ১৬ বছরের দীর্ঘ অনশন ভঙ্গ করবেন শর্মিলা৷ The post নিজের রাজ্যে নির্বাচনে লড়বেন ইরোম শর্মিলা! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:03 PM Jul 26, 2016Updated: 04:38 PM Jul 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিক্ষার অবসান৷ অবশেষে ১৬ বছরের অনশন ভঙ্গ করতে চলেছেন মণিপুরের ‘আয়রন লেডি’ ইরোম শর্মিলা চানু৷ মণিপুরে আফস্পার শাসনের বিরোধিতা করে ২০০০ সকলের সেপ্টেম্বর মাস থেকে একটানা অনশন জারি রেখেছিলেন তিনি৷ কিন্তু এবার সেই পন্থা থেকেই সরে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াইয়ের পথ বেছে নিলেন ইরোম শর্মিলা৷ নির্বাচনে লড়াইয়ের পাশাপাশি তিনি বিয়ের বন্ধনেও আবদ্ধ হতে চান৷ এমনটাই তিনি জানিয়েছেন আদালতে৷

Advertisement

১৬ বছর ধরে অনশন চালিয়ে গিয়েছেন তিনি কিন্তু ভারত সরকার দেশ থেকে মিলিটারি শাসন প্রত্যাহার করে নেয়নি৷ শুধু তাই নয়, তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা পর্যন্ত করা হয়নি সরকারের পক্ষ থেকে৷ আর তাই এবার গণতান্ত্রিক উপায়েই মণিপুরের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন তিনি৷ নির্বাচনে লড়ার কথা তিনি জানান৷ আগামী ৯ আগস্ট ১৬ বছরের দীর্ঘ অনশন ভঙ্গ করবেন শর্মিলা৷

The post নিজের রাজ্যে নির্বাচনে লড়বেন ইরোম শর্মিলা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement