shono
Advertisement

Breaking News

ধর্ষণের সাজা হাজার টাকা জরিমানা, ওঠবস!

দলিত কিশোরীর ধর্ষণের অভিযোগে এই নিদান পঞ্চায়েতের! The post ধর্ষণের সাজা হাজার টাকা জরিমানা, ওঠবস! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Aug 08, 2016Updated: 11:00 AM Aug 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষিতা এক দলিত কিশোরী৷ এবার ঘটনাস্থল বিহার৷ একবার নয়, প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে কিশোরীটিকে৷ এখানেই শেষ নয়, স্থানীয় পঞ্চায়েত অভিযুক্ত যুবককে মাত্র এক হাজার টাকা জরিমানা ও ৫১ বার ওঠবস করার নির্দেশ দিয়ে রেহাই দেয়৷ পঞ্চায়েতের বিচারে ক্ষুব্ধ হয়ে ঘটনাটি পুলিশকে জানায় কিশোরীর পরিবার৷

Advertisement

জানা গিয়েছে,  ধর্ষিতা কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী৷ বাড়ি বাসেতা গ্রামে৷ মাস ছয়েক আগে ওই কিশোরী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল সে সময় আকাশ নামে এক তরুণ তাকে অপহরণ করে৷ পরে তাকে ধর্ষণ করে৷ ওই যুবকের বাড়িও বাসেতা গ্রামে৷ ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আকাশ৷ এর পর আকাশ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে৷ মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে৷

কিশোরীর দাদা জানিয়েছেন, আকাশের মা-বাবাকে ঘটনাটি জানালে তাঁরা আপাতত বাচ্চাটি নষ্ট করে ফেলার পরামর্শ দেন৷ এর জন্য তাঁরা টাকা দেওয়ার কথাও জানান৷ এমনকী তাঁরা পরে আকাশের সঙ্গে তার বোনের বিয়ে দেওয়ার প্রস্তাবও দেন৷ কিন্তু বাচ্চাটি নষ্ট করে ফেলার পর আকাশের পরিবারের সুর পাল্টে যায়৷ আকাশই যে ধর্ষণ করেছে তার প্রমাণ চান তাঁরা৷ এর পর বাধ্য হয়ে ওই কিশোরীর পরিবার সিধপুর পঞ্চায়েতে অভিযোগ জানায়৷

ওই অভিযোগের বিচারে পঞ্চায়েত নির্দেশ দেয়, “এটা কোনও ধর্ষণের ঘটনা নয়৷ দু’জনের সম্মতিতেই এই শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে৷ তবুও কিশোরীর পরিবার অভিযোগ জানানোয় আকাশকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে৷ সঙ্গে ৫১ বার ওঠবস করতে হবে৷” পঞ্চায়েতের ওই রায়ের পরই কিশোরীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়৷

The post ধর্ষণের সাজা হাজার টাকা জরিমানা, ওঠবস! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement