shono
Advertisement

প্যারাটিচার নিয়োগে স্থগিতাদেশ

সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ The post প্যারাটিচার নিয়োগে স্থগিতাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:58 PM Aug 17, 2016Updated: 01:20 PM Aug 17, 2016

স্টাফ রিপোর্টার: প্যারাটিচার নিয়োগ মামলায় স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমিত্র পাল ও বিচারপতি মির দারাশুকোর ডিভিশন বেঞ্চ৷ এর আগে প্যারাটিচারদের নিয়োগ করতে হবে, এই দাবিতে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের করেন আবদুল হানিফ নামে এক ব্যক্তি৷ সেই মামলায় বিচারপতি বসাক নির্দেশ দেন প্যানেলভুক্ত প্যারাটিচারদের নিয়োগ করতে হবে৷

Advertisement

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার৷ ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, উচচমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও প্রাথমিক শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ থাকলে তবেই প্যারাটিচারদের নিয়োগ করা যায়৷ রাজ্যের এই যুক্তি শোনার পর মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ৷

 

The post প্যারাটিচার নিয়োগে স্থগিতাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement