shono
Advertisement

অনার কিলিংয়ের শিকার দুই কিশোর-কিশোরী

পারিবারিক সম্মান রক্ষার্থে আবারও অকালে ঝরে গেল দুই প্রাণ৷ The post অনার কিলিংয়ের শিকার দুই কিশোর-কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 PM Jul 23, 2016Updated: 05:55 PM Jul 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক সম্মান রক্ষার্থে আবারও অকালে ঝরে গেল দুই প্রাণ৷ পরিবারের সম্মান বাঁচাতে বোন এবং তার স্বামীকে হত্যা করল দুই ভাই৷ মুজফফরনগরের দুই কিশোর-কিশোরীর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার ঘটনা মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার৷ আর তাই রাগের বশে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হল দু’জনকে, জানিয়েছে পুলিশ৷

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তরা তাদের বন ও ১৬ বছরের ইরশাদকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়৷ আর এরপরেই নিজেদের রাগ সামলাতে না পেরে এবং পারিবারের সম্মানের কথা ভেবেই ওই কিশোর ও তাদের বোনকে নির্মমভাবে হত্যা করা করে৷

The post অনার কিলিংয়ের শিকার দুই কিশোর-কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement