shono
Advertisement

বেশি মূল্যে পানীয় জল, নরম পানীয় বিক্রি করলেই ২৫,০০০ জরিমানা

দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স মালিকদের কড়া বার্তা কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের৷ The post বেশি মূল্যে পানীয় জল, নরম পানীয় বিক্রি করলেই ২৫,০০০ জরিমানা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:35 AM Oct 17, 2016Updated: 09:08 PM Oct 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম আগেই ছিল৷ কিন্তু বেশিরভাগ জায়গাতেই মানা হত না৷ বিশেষ করে মাল্টিপ্লেক্স, দামী রেস্তোরাঁগুলিতে৷ কিন্তু এবার দিন পাল্টাতে চলেছে৷ এবার থেকে নির্দিষ্ট দামের বেশি মূল্যে পানীয় জল কিংবা নরম পানীয় বিক্রি করলেই ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে বিক্রেতাকে৷ আর এই জরিমানা শুধুমাত্র প্রথমবার অপরাধ করলেই৷ দ্বিতীয়বার একই অপরাধে ধরা পড়লে জরিমানা হিসেবে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা দিতে হবে কিংবা এক বছরের জেল৷ পরিস্থিতি বিশেষে জরিমানা ও জেল দুই-ই হতে পারে অপরাধীর৷

Advertisement

শনিবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানান, এবার থেকে এই নিয়ম কড়া ভাবে কার্যকর করা হবে৷ দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স– কোথাও নির্দিষ্ট দামের বেশি মূল্যে পানীয় জল অথবা নরম পানীয় বিক্রি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ অভিযোগ জানানোরও আরও অনেক নতুন নতুন প্রক্রিয়ারও প্রবর্তন করা হবে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন রামবিলাস পাসওয়ান৷ ক্রেতাদেরও এই বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

The post বেশি মূল্যে পানীয় জল, নরম পানীয় বিক্রি করলেই ২৫,০০০ জরিমানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement