shono
Advertisement

Breaking News

ভবানীপুরে পারিবারিক বিবাদের জের, কাকার গুলিতে গুরুতর জখম ভাইপো

ভবানীপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। The post ভবানীপুরে পারিবারিক বিবাদের জের, কাকার গুলিতে গুরুতর জখম ভাইপো appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Aug 29, 2019Updated: 08:55 PM Aug 29, 2019

অর্ণব আইচ: দিনেদুপুরে ভবানীপুরে চলল গুলি। কাকার ছোঁড়া গুলিতে গুরুতর জখম ভাইপো। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে খুনের চেষ্টা করে অভিযুক্ত। যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। ভবানীপুর থানার পুলিশ অভিযুক্ত কাকাকে গ্রেপ্তার করেছে।  

Advertisement

[আরও পড়ুন: মামা-পিসির সাহায্যে প্রমাণ লোপাটের চেষ্টা রাঘিবের, জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে নয়া মোড়]

বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কুণাল সাউ নামে ওই যুবক বাড়িতে বসে কাজ করছিলেন। তার কাকা মনোজ সাউ আচমকাই বাড়িতে ঢোকেন। গালিগালাজ করতে থাকে সে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই মনোজ তার ভাইপোকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মেঝেতেই লুটিয়ে পড়েন কুণাল। ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিলেন কুণালের দিদা। নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি। সামান্য আঘাত পান  ওই বৃদ্ধাও। গুলি এবং চিৎকারের শব্দে ততক্ষণে প্রতিবেশীরা জড়ো হয়ে গিয়েছেন। তড়িঘড়ি কুণালকে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর।

[আরও পড়ুন: দিলীপ ঘোষের বাড়ির সামনে হাজির দেবশ্রী রায়, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে]

ভবানীপুর থানার পুলিশ কুণালের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার কাকা মনোজকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই বন্দুকটি। পুলিশসূত্রে খবর, কুণালের কাকা মনোজকে আগেও পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে খুনের মামলা চলছে। জামিনে মুক্ত রয়েছে মনোজ। এই পরিস্থিতিতে এবার নিজের ভাইপোকে খুনের চেষ্টা করল ওই অভিযুক্ত। কী কারণে নিজের ভাইপোকে টার্গেট করল মনোজ, তা এখনও অজানা। পুলিশ ধৃত মনোজ এবং জখম কুণালের পরিজনদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছে।

The post ভবানীপুরে পারিবারিক বিবাদের জের, কাকার গুলিতে গুরুতর জখম ভাইপো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার