shono
Advertisement

কৃষি-শিল্পের জোড়া উন্নতিতে বেকারত্বকে হারিয়ে দিয়েছে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর

উপান্ন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। The post কৃষি-শিল্পের জোড়া উন্নতিতে বেকারত্বকে হারিয়ে দিয়েছে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM Jul 22, 2020Updated: 06:20 PM Jul 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিপর্যয়ের মোকাবিলা করছে রাজ্য। একদিকে করোনার (Corona Virus) কামড়, তা রুখতে লকডাউন (LockDown)। উপরন্তু আমফানের (Amphan) ক্ষত। এর মাঝেই বাংলায় ফিলেছেন লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক। তারপরেও রাজ্যের বেকারত্বের (Unemployment) হার দেশের তুলনায় অনেক কম। আগেই পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bennerjee)। বুধবার উপান্ন ভবন উদ্বোধন করতে গিয়ে মমতা (Mamata Bennerjee) জানালেন, বাংলায় বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে। কৃষি-শিল্পের একসঙ্গে উন্নতির জেরেই এই লক্ষ্যপূরণ সম্ভব হয়েছে। একইসঙ্গে দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Bennerjee)। 

Advertisement

এদিন কৃষি, কৃষি বিপণন দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন ও মৎস্য দপ্তরের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Bennerjee)। সেখানে রাজ্যে ফেরা পরিযায়ীদের কর্মসংস্থান (Employment) নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। এরপরই উপান্ন ভবন উদ্বোধন করতে আসেন মুখ্যমন্ত্রী (Mamata Bennerjee)। নবান্ন সংলগ্ন তিনতলা নতুন ভবন এই উপান্ন। এই ভবনেই থাকছে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল। রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তর ও তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। আর তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যবাসীর একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী (Mamata Bennerjee)। তাই এবার আলাদা বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল তৈরি হল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: রির অপবাদে ‘পুলিশি অত্যাচার’, পরিযায়ী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় ক্লোজড লোকপুরের ওসি]

বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক সেরে সোজা সেই ভবনের উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী (Mamata Bennerjee)। সেখান থেকেই রাজ্যে বেকারত্বের হার কমার দাবি করেন তিনি। তাঁর কথায়, “করোনা আবহ ও লকডাউন চালকালীন দেশে বেকারত্ব বেড়েছে। কিন্তু বাংলায় কমেছে বেকারত্ব। কারণ বাংলা প্রথম থেকেই বেকারত্ব মোকাবিলার একাধিক পরিকল্পনা করেছিল রাজ্য”। ফিরে আসা পরিযায়ী শ্রমিকদেরও কাজ দেওয়া গিয়েছে বলে দাবি করেছন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্ল্যান এ, বি, সি তৈরি রাখা দরকার। এ নিয়েই আজকে বৈঠকে বসেছিলাম আমরা।” একইসঙ্গে তাঁর দাবি, “রাজ্যে কৃষির ও শিল্প-দুইয়েরই উন্নতি করা গিয়েছে, তাই বেকারত্ব অনেকটাই কমেছে রাজ্যে।” একইসঙ্গে করোনা আক্রান্ত হলেও ভয় না পাওয়ার পরামর্শ দিলেন তিনি। মমতার কথায়, “করোনা আক্রান্ত হলে ভয় পাবেন না। রোগের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। সকলের সহযোগিতায় এই পরিস্থিতি কাটিয়ে উঠব আমরা।”

[আরও পড়ুন: লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাংক, কোন কোন পরিষেবা পাবেন? রইল তালিকা]

The post কৃষি-শিল্পের জোড়া উন্নতিতে বেকারত্বকে হারিয়ে দিয়েছে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার