সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ এক আইন, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি এখনই বাধ্যতামূলক হচ্ছে না। জানিয়ে দিল আইন কমিশন। আইন কমিশন জানিয়ে দিল, এই মুহূর্তে এক দেশ এক আইনব্যবস্থা (ইউনিফর্ম সিভিল কোড) চালু করা প্রয়োজনীয় নয় এবং প্রত্যাশিতও নয়। একটি ১৮৫ পাতার বিবৃতিতে আইন কমিশনের তরফে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ দেশে কখনই বহুত্ববাদকে বাদ করা যায় না। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিএস চৌহানের নেতৃত্বাধীন কমিশন আরও জানিয়েছে, ‘অখণ্ডতা’ অর্জন করার জন্য আমরা কোনওভাবেই আমাদের সাংস্কৃতিক বহুত্ববাদকে অবহেলা করতে পারি না। আর যদি, সে চেষ্টা করা হয় তাহলে তা দেশের সংহতির জন্য বিপজ্জনক হতে পারে। অখণ্ডতার মানে এই নয় যে গোটা দেশে একই রকম আইন চালু থাকতে হবে।
[রাজীব গান্ধী হত্যার মতোই ছক বাম বুদ্ধিজীবীদের, দাবি পুলিশের]
আইন কমিশনের এই পর্যবেক্ষণে পরিষ্কার, কিছুদিন ধরেই শরিয়া আদালত বাতিল করার যে দাবি উঠছিল তা আপাতত পূরণ হচ্ছে না। কমিশন জানিয়েই দিল যে এক দেশ হলেও পৃথক আইন থাকতেই পারে। সম্প্রতি বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন মুসলিমদের জন্য পৃথক আইনের বিরোধিতায় সুর আরও তীব্র করেছে। সংসদে তিন তালাক প্রসঙ্গ উঠতেই তীব্র হয়েছে শরিয়া আদালতের বিরোধিতা। কিন্তু হাজার বিরোধিতায় সত্ত্বেও যে এখনই শরিয়া আদালত বন্ধ করা হচ্ছে না, তার স্পষ্ট ইঙ্গিত মিলল আইন কমিশনের কথায়। কিন্তু এখানে আর একটি প্রশ্ন উঠছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাটে বিশ্বের প্রথম হিন্দু আদালত প্রতিষ্ঠা করেছে হিন্দু মহাসভা। আইন কমিশন কী তবে, সেই হিন্দু আদালতেও স্বীকৃতি দেবে? আইন কমিশনের আরও একটি ইঙ্গিত কিন্তু সেই মান্যতা দিচ্ছে না। আইন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এক দেশ এক আইনের নামে, সংখ্যাগুরুর পছন্দ গোটা দেশের উপর চাপিয়ে দেওয়া যাবে না।
[বাজল ভোটের দামামা, মধ্যপ্রদেশে লড়াই ‘বাহুবলী’ শিবরাজ ও ‘বল্লালদেব’ জ্যোতিরাদিত্যর]
তবে, এসবের মধ্যেও আইন কমিশন স্পষ্ট করছে ধর্মনিরপেক্ষতা, তথা বহুত্ববাদের আড়ালে ধর্মীয় বা প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। এদিন আইন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সব ধর্মের ক্ষেত্রেই বহুগামীতা অপরাধ।
The post এখনই বাতিল হচ্ছে না শরিয়া আদালত, জানিয়ে দিল আইন কমিশন appeared first on Sangbad Pratidin.