সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল মিশ্র (Kapil Mishra), দিলীপ ঘোষের পর এবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর(Anurag Thakur) । সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধীদের নিয়ে স্লোগান দিতে গিয়ে বিপাকে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। দিল্লিতে তাঁর এক নির্বাচনী জনসভায় দর্শকাসন থেকে শোনা গেল সিএএ বিরোধীদের গুলি করার নিদান। যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধীরা।
কদিন আগেই বিজেপি নেতা তথা দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করা প্রার্থী কপিল মিশ্র সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে মিছিল থেকে একটি বিতর্কিত স্লোগান দেন। তাঁকে বলতে শোনা যায়, “দেশ কে ইন গদ্দারো কো.. গোলি মারো সা* কো।” সেই বিতর্কিত মন্তব্যের জন্য শাস্তির মুখেও পড়েন কপিল মিশ্র। কিন্তু, তাঁর শাস্তি দেখেও শিক্ষা নেননি বিজেপি নেতারা। এবার এই একই ধরনের স্লোগান দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। গুলি মারার কথা নিজের মুখে না বললেও, জনসভায় ওই স্লোগানের প্রথম অংশটি নিজের মুখে বলছিলেন অনুরাগ। আর দ্বিতীয় অংশটি বলছিলেন সামনের দর্শকাসনে থাকা বিজেপি সমর্থকরা। অনুরাগ বলছিলেন, “দেশ কে ইন গদ্দারো কো..” দর্শকরা বলছিলেন, “গোলি মারো সা* কো।”
[আরও পড়ুন: ‘দিতে হবে ধর্মবিশ্বাসের প্রমাণপত্র, লাগবে আরও নথি’, CAA নিয়ে নয়া শর্ত কেন্দ্রের!]
বিরোধীদের প্রশ্ন, একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন কাণ্ড ঘটাতে পারেন? আইনসভার সদস্য হয়ে কীভাবে অনুরাগ আইন হাতে তুলে নেওয়ার নিদান দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। আম আদমি পার্টি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে, বিজেপির যুক্তি অনুরাগ ঠাকুর ওই বিতর্কিত শব্দগুলি নিজের মুখে উচ্চারণ করেননি। তাঁর সভায় দর্শকরা বলেছেন। তাতে অনুরাগকে শাস্তি দেওয়ার প্রশ্নই ওঠে না।
The post ফের CAA বিরোধীদের গুলি করার নিদান! বাজেটের আগেই বিতর্কে অর্থ প্রতিমন্ত্রী appeared first on Sangbad Pratidin.