shono
Advertisement

Breaking News

‘আপনারা কি শরণার্থী?’, স্বস্তিকা-ধৃতিমানদের কটাক্ষ বাবুলের

ব্যঙ্গাত্মকসুরে বিদ্বজ্জনদের বিঁধলেন বাবুল সুপ্রিয়। The post ‘আপনারা কি শরণার্থী?’, স্বস্তিকা-ধৃতিমানদের কটাক্ষ বাবুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:05 AM Jan 16, 2020Updated: 11:05 AM Jan 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকপঞ্জি আর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অনেকদিন ধরেই সরব দেশের বুদ্ধিজীবী মহল। দিন কয়েক আগেই বাংলার বিশিষ্টজনরা ‘কাগজ দেখাব না’ শীর্ষক এক ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যে প্রতিবাদী ভিডিওয় প্রত্যেকের গলায় শোনা গিয়েছিল এক কথা, এক সুর- ‘কাগজ আমরা দেখাব না’। স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম, নন্দনা সেন, তিলোত্তমা সোম, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মার মতো অনেকেই কণ্ঠ চড়িয়েছিলেন CAA’র বিরুদ্ধে। সেই সূত্র ধরেই বিশিষ্টদের পালটা প্রশ্নে বিঁধলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সাফ জিজ্ঞেস করলেন, “আপনারা কি শরণার্থী?”  

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী খানিক ব্যাঙ্গাত্মক সুরেই বিদ্বজ্জনদের একহাত নিলেন। বললেন, “ধুর বাবা! কি মুশকিল! কাগজ কেউ চাইবেই না। কীসের কাগজ? কেন চাইবে? আপনারা কি শরণার্থী? তবে ভিডিওটা ভালো হয়েছে। অভিনন্দন!” পাশাপাশি তিনি এও বলেছেন যে “CAA আসলে কী সেটা তো বুঝতে হবে আগে।” বাবুল সুপ্রিয়র সুর টেনেই অভিনেত্রী তথা বিজেপির নতুন সদস্য কাঞ্চনা মৈত্র বলেন, “CAA, NRC নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। রাজনৈতিক দলের উর্দ্ধে গিয়ে দেশের কথা ভাবুন।”

[আরও পড়ুন: দিল্লিতে খুল্লামখুল্লা বিক্রি হচ্ছে অ্যাসিড, স্টিং অপারেশনে নেমে চমকে গেলেন দীপিকা ]

প্রসঙ্গত, গতকাল বুধবারই রাজ্যের বিশিষ্টদের ‘নির্বোধ, নেমকহারাম’ বলে নজিরবিহীনভাবে আক্রমণ করেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। “যেসব বুদ্ধিজীবীরা পরজীবীর মতো অন্যের ঘাড়ে বসে খাচ্ছেন, তারা কী বললেন, তাতে দিলীপ ঘোষের কিচ্ছু যায় আসে না! যারা আমার বিরোধীতা করেছেন, তাঁরা আগে নিজের দিকে তাকিয়ে দেখুন”, মন্তব্য তাঁর। শুধু তাই নয়, বছর খানেক আগের প্রসঙ্গ উত্থাপন করে একহাত নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। কয়েক বছর আগে বিদেশের এক শপিং মল থেকে সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছিল স্বস্তিকার বিরুদ্ধে। বুধবার কলকাতার বিজেপি দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথাই ফের আওড়ালেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “যাঁরা CAA বিরোধী প্রচার করছেন, ওই ভিডিওতে এমন ব্যক্তিও রয়েছেন যিনি বিদেশে গিয়ে সোনার জিনিস চুরি করে দেশের মান-সম্মান ডুবিয়েছেন। বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন।”

[আরও পড়ুন: ‘শালীনতা বজায় রাখুন’, দিলীপের মন্তব্যের পালটা অভিনেতা ধৃতিমানের]

নেটদুনিয়ায় হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ছে বাংলার তারকাদের ‘কাগজ দেখাব না’ শীর্ষক ভিডিওটি। ভাইরাল হতেও সময় লাগেনি। এমনকী অনুরাগ কাশ্যপের মতো বলিউডের অনেকেই CAA বিরোধী আন্দোলনে বাংলার বিশিষ্টদের পাশে দাঁড়িয়েছেন। তবে ‘কাগজ দেখাব না’ ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ অনেককে নিয়ে কদর্য মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

The post ‘আপনারা কি শরণার্থী?’, স্বস্তিকা-ধৃতিমানদের কটাক্ষ বাবুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement